ঢাকা ২০ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
ভিয়েতনামে নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ৩৭ ২০ বছর কোমায় থাকা সৌদি প্রিন্স আল-ওয়ালিদকে মৃত ঘোষণা এসএসসিতে রেকর্ডসংখ্যক খাতা চ্যালেঞ্জ, যেভাবে মিলবে ফলাফল এনসিপির নিবন্ধন আবেদনে ৬ ত্রুটি, ৩ আগস্টের মধ্যে সংশোধনে ইসির চিঠি ইসরায়েলি অবরোধে অনাহারে ৩৫ দিনের শিশুর মৃত্যু , গাজায় এক দিনে নিহত ১১৬ উদ্বেগ আর শঙ্কায় শিল্পোদ্যোক্তারা আলহামদুলিল্লাহ, এখন অনেকটাই সুস্থ আছি: জামায়াত আমির খুলনায় বিষক্রিয়ায় ৫ জনের মৃত্যু র‌্যাবের পৃথক অভিযানে পিস্তল মদ ইয়াবা এ্যাম্পুল উদ্ধার গ্রেফতার-১ দেশে নতুন করে কোনো গডফাদারের আবির্ভাব হতে দেব না : নাহিদ ইসলাম

সঙ্গে অস্ত্র রাখার অনুমতি পেলেন সালমান খান

#

বিনোদন ডেস্ক

০১ আগস্ট, ২০২২,  4:42 PM

news image

কিছুদিন আগে হত্যার হুমকি পেয়েছেন বলিউড অভিনেতা সালমান খান। নিজের ও পরিবারের আত্মরক্ষার জন্য সব ব্যবস্থাই করছেন। এরই মধ্যে বন্দুক রাখার লাইসেন্স পেয়েছেন তিনি। সপ্তাহখানেক আগে আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের আবেদন করার পর অবশেষে সেই লাইসেন্স হাতে পেয়েছেন তিনি। গত সপ্তাহে সালমান খানের মুম্বাইয়ের অ্যাপার্টমেন্টে একটি বুলেটপ্রুফ গাড়ি দেখা গিয়েছিল। পরে জানা যায়, বুলেটপ্রুফ এই ল্যান্ড ক্রুজারটি সালমানেরই। আত্মরক্ষার স্বার্থেই তিনি এই গাড়ি কিনেছেন। অভিনেতার ঘনিষ্ঠ সূত্রের খবর, হত্যার হুমকি পাওয়ার পর থেকেই নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন সালমান। তাই তার নিরাপত্তায় কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে।

গত জুন মাসে বলিউড অভিনেতাকে হত্যার হুমকি দিয়ে চিঠি দেয় গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। কারণ কৃষ্ণসায়র হরিণকে দেবতা হিসেবে পুজো করে বিষ্ণোই সম্প্রদায়। আর সেই হরিণ হত্যার অভিযোগ উঠেছিল সালমানের বিরুদ্ধে। এরপর থেকেই সালমানকে নিজের শত্রু হিসেবে মানে লরেন্স বিষ্ণোই। কয়েকমাস আগে সালমান খানকে তার বাড়ির বাইরে হত্যার জন্য একজন শুটারকেও পাঠিয়েছিলেন লরেন্স বিষ্ণোই। হকিস্টিক রাখার কেসে একটি কম বোরের আগ্নেয়াস্ত্র দেওয়া হয়েছিল তাকে। কিন্তু সেদিন সালমানের বাড়িতে একটি প্রোগ্রাম ছিল। তাই তার বাড়ির সামনে উৎ পেতে ছিল মুম্বাই পুলিশ। ফলে সুবিধা করতে পারেনি লরেন্সের পাঠানো সেই ব্যক্তি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম