ঢাকা ১৯ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
দেশে নতুন করে কোনো গডফাদারের আবির্ভাব হতে দেব না : নাহিদ ইসলাম বিলম্ব না করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন, অন্তর্বর্তী সরকারকে ফখরুল জামায়াতের মূল পর্বের সমাবেশ শুরু মানবাধিকার সুরক্ষায় বাংলাদেশে কাজ করবে ওএইচসিএইচআর মিশন প্রয়োজনে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা 'প্রধান উপদেষ্টা যেদিন বলেছেন, সেদিনই নির্বাচন হবে' : প্রেস সচিব ভরা মৌসুমেও ইলিশের দাম নাগালের বাইরে মানবিক ও ভালো মানুষ না হলে দেশের উন্নতি সম্ভব না: সেনাপ্রধান গোপালগঞ্জে কারফিউ ১৪ ঘণ্টা শিথিল জামায়াতের সমাবেশকে ঘিরে ১৩ হাজার আইনশৃঙ্খলা বাহিনী

শ্রীলঙ্কার জন্য জ্যাকুলিনের মন পুড়ছে

#

বিনোদন ডেস্ক

০৫ এপ্রিল, ২০২২,  10:34 AM

news image

অর্থনৈতিক সঙ্কটে শ্রীলঙ্কায় হাহাকার, মানুষের ঘরে খাদ্য নেই, জ্বালানি তেল নেই; দিনে টানা ১০ থেকে ১২ ঘণ্টা লোডশেডিং চলছে। নিত্যপণ্যের দাম তরতর করে বাড়ছে। দিনে দিনে সবকিছু চলে যাচ্ছে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। পরিস্থিতি সামলাতে না পেরে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের প্রশাসনের বিরুদ্ধে মাঠে নামছে হাজারও মানুষ। পরিস্থিতি বেগতিক দেখে গোতাবায়া মন্ত্রী পরিষদ ভেঙে দিয়ে সর্বদলীয় সরকার গঠনের ডাক দিয়েছেন। তবে এই ডাকে সাড়া দেয়নি বিরোধীরা। আন্দোলনকারীরাও সরকারের কোনও আশ্বাসে ঘরে ফিরছে না।

এই অবস্থা দেখে বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজেরও মন পুড়ছে। এক ইনস্টাগ্রাম পোস্টে নিজ দেশের মানুষের দুর্দশা দেখে তার কেমন লাগছে সেই অনুভূতিও প্রকাশ করেছেন এই শ্রীলঙ্কান অভিনেত্রী। তিনি বলেছেন, ‘একজন শ্রীলঙ্কান হিসেবে আমার দেশ ও দেশের মানুষ যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তাতে আমার হৃদয় ভেঙে যাচ্ছে। ঘটনা শুরুর পর থেকেই হাজার রকম মতে আমি প্লাবিত হয়েছি।  তবে আমি বলতে চাই, এত দ্রুত কোনও বিচার বা সিদ্ধান্তে যাবেন না। কেবল একটা গ্রুপের কথায় অসম্মানও করবেন না। বিশ্ব আর আমার দেশের মানুষ কোনও বিচার-বিশ্লেষণের প্রয়োজন নেই এখন, তারা চায় কেবল সমানুভূতি ও সমর্থন। আপনারা তাদের ভালো চেয়ে দুই মিনিট নীরবে প্রার্থনা করুন, দেখবেন আপনার পরিস্থিতি না বুঝে মন্তব্য করার চেয়ে এটা বেশি কাজে দেবে।’ তিনি আরও বলেছেন, ‘আশা করছি আমার দেশ ও দেশের মানুষের এই পরিস্থি অচিরেই কেটে যাবে। শান্তিপূর্ণভাবেই হবে সমাধান, মানুষ লাভবান হবে।’ ২০০৬ সালে মিস ইউনিভার্স শ্রীলঙ্কা খেতাব পেয়েছিলেন জ্যাকুলিন। এরপর কিছুদিন সাংবাদিকতায় কাটিয়ে ২০০৯ সালে তিনি মডেলিং ও চলচ্চিত্রে কাজ করতে পাড়ি জমান ভারতের মুম্বাইতে। ধীরে ধীরে তিনি পরিচিতি পেয়েছেন বলিউডে। কাজের জন্য বেশি সময় তার কাটে ভারতে, তবে দেশের জন্য সবসময়ই তার মন পোড়ে।

সূত্র: সূত্র হিন্দুস্তান টাইমস, ইনস্টাগ্রাম

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম