ঢাকা ২১ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
সরকারি চাকরিতে জুলাই যোদ্ধাদের জন্য কোটা থাকছে না: মুক্তিযুদ্ধ উপদেষ্টা বিশ্ববাজারে আরেক দফায় বাড়তে পারে স্বর্ণের দর, নেপথ্যে যে কারণ ইন্দোনেশিয়ায় ফেরিতে আগুন, নিহত ৫ সব দেনা শোধ করেছে সরকার, সারের ঘাটতি হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা কমিশন কোনো সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দিতে চায় না: ড. আলী রীয়াজ ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিজিবি-ইউপিডিএফ গোলাগুলি; অস্ত্র ও গুলি উদ্ধার যেখানেই মব দেখবেন সেখানেই উচিত শিক্ষা দেবেন: ইশরাক উজানের ঢলে বাড়ছে তিস্তার পানি, বন্যার আশঙ্কা নির্বাচনে বড় ধাক্কা খেলেও পদত্যাগে অনড় জাপানের প্রধানমন্ত্রী

যে কারণে ঈদের কোনো নাটকে নেই নিশো-মেহজাবীন

#

বিনোদন প্রতিবেদক

১২ এপ্রিল, ২০২৩,  10:55 AM

news image

ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। আর এই ঈদকে কেন্দ্র করে বিনোদনের বড় একটি অংশ দখল করে আছে বাংলা নাটক। দর্শকের সঙ্গে নাটকের সখ্যতা কতটা গভীর—সেটা বোঝা যায় ঈদ উৎসবে। নাটক ছাড়া তাদের ঈদের আনন্দ যেন ঠিক জমে ওঠে না। ঈদুল ফিতরকে কেন্দ্র করেও একই চিত্র বিরাজ করছে নাটকপাড়ায়। টেলিভিশন ও বিভিন্ন অনলাইন মাধ্যমের জন্য তৈরি হচ্ছে অসংখ্য নাটক। কয়েক বছর ধরে ঈদের নাটকে দর্শকের সবচেয়ে পছন্দের তারকা আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। কিন্তু এবারের ঈদে তাদের দেখা যাবে না কোনো নাটকে। এর কারণ হিসেবে গণমাধ্যমে নিশো বলেন, ‘নতুন কোনো কাজ করতে পারিনি। আর ঈদের প্রচারের জন্য পুরোনো কোনো নাটকও নেই। তা ছাড়া সিনেমা ঘোষণার পর থেকেই ছয়-সাত মাস হলো নাটকের কাজ বন্ধ রেখেছি। এসব কারণে ঈদে আমার নাটক নেই। আমি মাধ্যম পরিবর্তন করেছি, এখন সিনেমা, ওটিটির কাজ করছি। যেকোনো মাধ্যমে ব্যস্ততা বাড়লে অন্য মাধ্যমে কাজ কমবে, এটাই স্বাভাবিক। একসঙ্গে সব জায়গায় কাজ করে কাজের কোয়ালিটির সুষম বণ্টন সম্ভব নয়। একই প্রসঙ্গে মেহজাবীন বলেন, ‘নতুন কোনো নাটকে কাজ করিনি, প্রচারের জন্য পুরোনো কোনো নাটকও নেই। কোনো কারণ নেই। এমনি এমনি করিনি। অনেক দিনই হলো নাটকের শুটিং করছি না। আবার কবে করব, তা–ও বলতে পারছি না। অনেকেই হয়তো ভাবতে পারেন, তাহলে কি আমি এই মাধ্যম ছেড়ে দিচ্ছি? না, ছাড়ছি না। ভালো চিত্রনাট্যে কাজ হবে। হয়তো আগের চেয়ে সংখ্যা কমতে পারে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম