ঢাকা ২০ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
এনসিপির নিবন্ধন আবেদনে ৬ ত্রুটি, ৩ আগস্টের মধ্যে সংশোধনে ইসির চিঠি ইসরায়েলি অবরোধে অনাহারে ৩৫ দিনের শিশুর মৃত্যু , গাজায় এক দিনে নিহত ১১৬ উদ্বেগ আর শঙ্কায় শিল্পোদ্যোক্তারা আলহামদুলিল্লাহ, এখন অনেকটাই সুস্থ আছি: জামায়াত আমির খুলনায় বিষক্রিয়ায় ৫ জনের মৃত্যু র‌্যাবের পৃথক অভিযানে পিস্তল মদ ইয়াবা এ্যাম্পুল উদ্ধার গ্রেফতার-১ দেশে নতুন করে কোনো গডফাদারের আবির্ভাব হতে দেব না : নাহিদ ইসলাম বিলম্ব না করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন, অন্তর্বর্তী সরকারকে ফখরুল জামায়াতের মূল পর্বের সমাবেশ শুরু মানবাধিকার সুরক্ষায় বাংলাদেশে কাজ করবে ওএইচসিএইচআর মিশন

মূকাভিনয় নিয়ে দক্ষিণ কোরিয়ায় মৌসুমী মৌ

#

বিনোদন ডেস্ক

২৭ জুলাই, ২০২২,  2:37 PM

news image

একদিন বাদেই দক্ষিণ কোরিয়ার গ্যাংনাম শহরের গুচাংয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩১তম এশিয়া একক মূকাভিনয় পরিবেশনা উৎসব। বাংলাদেশ, ভারত, তুরস্ক, জাপান, কোরিয়া ও থাইল্যান্ডের শিল্পীরা অংশ নিচ্ছেন এবারের আয়োজনে। এ উৎসবে অংশগ্রহণের জন্য বাংলাদেশ থেকে আমন্ত্রণ পেয়েছেন মীর লোকমান ও মৌসুমী মৌ। সেখানে মূকাভিনয় পরিবেশন করবেন তারা। অনুষ্ঠানের উদ্দেশ্যে গতকাল মঙ্গলবার দেশ ছেঁড়েছেন তারা। ‘রঙ, রক্ত এবং একটি চিৎকার’, ‘জীবন যেখানে যেমন’ ও ‘অস্বীকৃতি’ শিরোনামের তিনটি স্কেচের সমন্বয়ে প্রযোজনাটির দুটি মঞ্চায়ন হবে উৎসবের ভিন্ন দুই মঞ্চে।

প্রযোজনাটির প্রপস, আলোক প্রক্ষেপণ ও আবহ সংগীত প্রদান করবেন জনপ্রিয় উপস্থাপিকা, অভিনেত্রী ও মূকাভিনয়শিল্পী মৌসুমী মৌ। মঞ্চে একক পরিবেশনায় থাকবেন মীর লোকমান। তরুণ মূকাভিনেতা মীর লোকমান এর আগে দেশ-বিদেশে সাত শতাধিক প্রদর্শনীতে অংশ নিয়েছেন।মৌসুমী মৌ বলেন, ‘২০১৪ সাল থেকে আমি মূকাভিনয় করছি। মূকাভিনয় দিয়েই অভিনয়ে আমার যাত্রা শুরু। পরে প্রাচ্যনাটের অ্যাক্টিং স্কুলে ভর্তি হয়েছি।’ মৌসুমী চীন, মালয়েশিয়া, ভারতসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাঁচ শতাধিক প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন। মৌয়ের একক পরিবেশনা ‘হ্যাশট্যাগ মি টু’ কলকাতার শিশির মঞ্চ, ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মাইম ফেস্টিভ্যালসহ দেশের বিভিন্ন মঞ্চে মঞ্চস্থ হয়েছে। কলকাতার ইমন মাইম থিয়েটার ও বাংলাদেশের প্ল্যাটফর্ম মনোমাইম মৌকে মূকাভিনয় নারী সম্মাননা দিয়েছে। ২৯ জুলাই পরিবেশনা শেষে লোকমান ও মৌসুমী কোরিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসে একসঙ্গে পারফর্ম করবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম