ঢাকা ২০ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
ডাকসুর তফসিল ২৯ জুলাই, সেপ্টেম্বরের ২য় সপ্তাহে নির্বাচন দুর্গাপুরে বসতঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি নিয়ে বিশেষ নির্দেশনা মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ৩৯ আসামি ট্রাইব্যুনালে সেনাসদর নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা উচ্চকক্ষ নিয়ে আগামী ৩ দিনের মধ্যে একটা সিদ্ধান্ত হবে: আলী রীয়াজ ঘৃণার জবাবে ভালোবাসার বার্তা দিলেন অভিনেত্রী বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ শুরু আজ ঢাকায় বৃষ্টির আভাস, কমবে গরম ভয় জাগাচ্ছে গ্রামের ডেঙ্গু

মীর সাব্বিরের আচরণ মেনে নেওয়ার মতো না: ইশরাত পায়েল

#

বিনোদন প্রতিবেদক

১৬ নভেম্বর, ২০২২,  10:55 AM

news image

সোশ্যালে ঢুঁ মারলেই এখন চোখে পড়ে অভিনেতা মীর সাব্বিরের বরিশালের আঞ্চলিক ভাষার সংলাপ ‘এই মাতারি তুমি এরম উদলা গায়ে দাঁড়ায়ে আছো কিয়েরলিগা’। বিষয়টি নিয়ে এখন আলোচনা-সমালোচনা চলছে। আর এরই মাঝে অভিনেতার মন্তব্যটি নিয়ে অভিযোগ তোলেন উপস্থাপিকা ইসরাত পায়েল। এর আগে ‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ ২০২২’-এর ফাইনাল রাউন্ডের মঞ্চে মীর সাব্বিরকে বরিশালের আঞ্চলিক ভাষায় একটি সংলাপ বলার জন্য অনুরোধ করেন ইসরাত পায়েল। জবাবে অভিনেতা উপস্থাপিকা পায়েলকে উদ্দেশ্য করে বলেন, ‘এই মাতারি তুমি এরম উদলা গায়ে দাঁড়ায়ে আছো কিয়েরলিগা’। অর্থাৎ, মীর সাব্বির তার বক্তব্যে বুঝিয়েছেন, এই মেয়ে তুমি এমন উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছ কেন? মীর সাব্বির শুধুই বিনোদনের উদ্দেশে সংলাপটি বললেও এখন যেন তা বিপরীত। তার এই বক্তব্য কেউ স্বাভাবিকভাবে নিচ্ছেন, আবার কেউ নেতিবাচক হিসেবে নিচ্ছেন। যে কারণে নানা মন্তব্য হচ্ছে সোশ্যালে।

আবার এর মধ্যে উপস্থাপিকা এক ভিডিও বার্তায় অভিনেতাকে এমন গুরুত্বপূর্ণ মঞ্চে এরকম মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ার অনুরোধ জানান। এদিকে উপস্থাপিকা একটি গণমাধ্যমকে মীর সাব্বিরের আলোচিত সংলাপের ব্যাপারে বলেন, মীর সাব্বিরের সামনে গেলে ওড়না দিয়ে নিজেকে ঢেকে রাখার চেষ্টা করব। ইসরাত পায়েল বলেন, মীর সাব্বির ভাইয়ের বিষয়টি খুবই দুঃখজনক। একটি ইন্টারন্যাশনাল প্লাটফর্মে এসে পোশাক নিয়ে কথা বলাটা কুরুচির লক্ষণ। আমার মনে হয় তিনি অনুষ্ঠানের ওয়েট বুঝতে পারেননি অথবা উত্তেজনাবশত বলেছেন। তার কুরুচিপূর্ণ মন্তব্য আমার জন্য অসম্মানজনক। আমি তো একটা এডুকেটেড ফ্যামিলি থেকে আসছি। দশজন মানুষ আমাকে চেনেন। তিনি বলেন, বিষয়টি হল রুম পর্যন্ত সীমাবদ্ধ থাকলে ঠিক ছিল। আমিও এড়িয়ে যেতাম এই বলে, তিনি হয়তো মজা করে বলেছেন। তিনি সরিও যদি বলতো তাহলে ঠিক হয়ে যেত। কিন্তু অনুষ্ঠান শেষে দেখি সোশ্যালে নানা মন্তব্য হচ্ছে। এ কারণে সামাজিকভাবে আমাকে নিয়ে আলোচনায় চলছে এবং আমি সাইবার বুলিংয়ের শিকার। উপস্থাপিকা বলেন, এই জায়গা থেকে আমার মনে হলো একটা স্টেটমেন্ট দেয়া উচিত। এ নিয়ে আমি যদি মুখ বন্ধ রাখি তাহলে সবাই ভাববে বিষয়টি আমি হালকাভাবে নিয়েছি। কিন্তু আমি এত হালকাভাবে নেইনি। আসলে আমাকে বুলিং করা হয়েছে, এটা ক্রাইম। তার সরি বলি উচিত। প্রসঙ্গত, দ্বিতীয়বারের মতো আয়োজিত মিসেস ইউনিভার্স বাংলাদেশ ২০২২-এর এই প্রতিযোগিতায় প্রায় আট হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে বিজয়ীর মুকুট পরেন আন নূর খান নোলক। এর আগে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করেন ৮ হাজার প্রতিযোগী। সেখান থেকে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে পাঁচ শতাধিক প্রতিযোগীকে নির্বাচন করা হয় প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য। অডিশন রাউন্ডে শতাধিক প্রতিযোগী বাদ পড়লে বাকি ১০০ প্রতিযোগীকে নিয়ে চূড়ান্ত প্রতিযোগিতার জন্য ৩ দিনের গ্রুমিং ও মোটিভেশনাল সেশন হয়। এই সেশনে ১০০ থেকে বাদ পড়েন ৫০ প্রতিযোগী। এরপর গ্রুমিং সেশন শেষে মাত্র ২০ জনকে নির্বাচন করা হয় ফাইনাল রাউন্ডের জন্য। এতে প্রথম রানার্সআপ হন কানিজ সুবর্না এবং দ্বিতীয় রানার্সআপ হয়েছেন মেহেরীন হামিদ। এছাড়া চতুর্থ অবস্থানে রয়েছেন ফারিয়াল কামাল এবং পঞ্চম স্থান অধিকার করেন ফারহানা মোমেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম