ঢাকা ২০ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
ডাকসুর তফসিল ২৯ জুলাই, সেপ্টেম্বরের ২য় সপ্তাহে নির্বাচন দুর্গাপুরে বসতঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি নিয়ে বিশেষ নির্দেশনা মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ৩৯ আসামি ট্রাইব্যুনালে সেনাসদর নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা উচ্চকক্ষ নিয়ে আগামী ৩ দিনের মধ্যে একটা সিদ্ধান্ত হবে: আলী রীয়াজ ঘৃণার জবাবে ভালোবাসার বার্তা দিলেন অভিনেত্রী বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ শুরু আজ ঢাকায় বৃষ্টির আভাস, কমবে গরম ভয় জাগাচ্ছে গ্রামের ডেঙ্গু

মা হলেন অভিনেত্রী ঈশিকা

#

বিনোদন ডেস্ক

০১ নভেম্বর, ২০২২,  12:42 PM

news image

অভিনয় ছেড়ে ধর্মে-কর্মে মনোযোগী হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী ঈশিকা খান। স্বামী-সন্তান নিয়ে যুক্তরাজ্যে সুখে সংসার করছেন তিনি। এবার তৃতীয় সন্তানের মা হলেন এই অভিনেত্রী। (৩১ অক্টোবর) রাতে যুক্তরাজ্যের একটি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন ঈশিকা। মা-ছেলে দুজনই সুস্থ রয়েছেন। এ প্রসঙ্গে ঈশিকা সামাজিক যোগাযোগমাধ্যমে নবজাতকের একটি ছবি পোস্ট করে আনন্দের খবরটি জানিয়েছেন। এ অভিনেত্রী বলেন,‘সর্বশক্তিমান আল্লাহর রহমতে আমরা তৃতীয় সন্তানকে আশীর্বাদ হিসেবে পেয়েছি। (৩১ অক্টোবর) রাত ১টা ৩৮ মিনিটে আমাদের তৃতীয় পুত্র জন্ম নিয়েছে। আমি ও বেবি দুজনেই ভালো আছি।

যারা প্রেগন্যানসির পুরো সময়টা আমাদের জন্য দোয়া করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ। এমন আনন্দ উপহার দেওয়ার জন্য আল্লাহকে অসংখ্য ধন্যবাদ।’ ২০১৬ সালের ৩১ মার্চ পারিবারিক আয়োজনের মধ্য দিয়ে লন্ডন প্রবাসী কায়সার খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ঈশিকা খান। বিয়ের পর স্বামীর সঙ্গে যুক্তরাজ্যে পাড়ি জমান এ অভিনেত্রী। এ দম্পতির ঘর আলো করে এসেছে দুই পুত্রসন্তান। ঈশিকা তার স্বামী-সন্তান নিয়ে ব্রিটেনের দক্ষিণ লন্ডনের সাটন শহরে বসবাস করছেন। প্রসঙ্গত, বিজ্ঞাপন দিয়ে বিনোদন জগতে পথচলা শুরু ঈশিকার। এরপর মডেলিং, তারপর নাটকে অভিনয় করেন। বলতে গেলে অভিনয় ও উপস্থাপনায় তার ক্যারিয়ার জমে উঠেছিল বেশ। কিন্তু ঠিক সেই সময়টায় তিনি মিডিয়া থেকে নিজেকে গুটিয়ে নেন। ২০১৬ সালের ৩১ মার্চ লন্ডন প্রবাসী কায়সার খানের সঙ্গে পারিবারিক আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন ঈশিকা। তারপর দেশ ছেড়ে লন্ডনেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তাদের ঘরে রয়েছে দুই পুত্রসন্তান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম