ঢাকা ২১ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
ডাকসুর তফসিল ২৯ জুলাই, সেপ্টেম্বরের ২য় সপ্তাহে নির্বাচন দুর্গাপুরে বসতঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি নিয়ে বিশেষ নির্দেশনা মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ৩৯ আসামি ট্রাইব্যুনালে সেনাসদর নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা উচ্চকক্ষ নিয়ে আগামী ৩ দিনের মধ্যে একটা সিদ্ধান্ত হবে: আলী রীয়াজ ঘৃণার জবাবে ভালোবাসার বার্তা দিলেন অভিনেত্রী বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ শুরু আজ ঢাকায় বৃষ্টির আভাস, কমবে গরম ভয় জাগাচ্ছে গ্রামের ডেঙ্গু

মারা গেছেন হলিউড অভিনেতা ক্লিফ এমিচ

#

বিনোদন ডেস্ক

০৩ ডিসেম্বর, ২০২২,  11:21 AM

news image

হলিউড অভিনেতা ক্লিফ এমিচ মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। পেডে, থান্ডারবোল্ট এন্ড লাইটফুট, হ্যালোইন-২ এর মতো চলচ্চিত্র এবং লিটল হাউজ অন দ্য প্রেইরি’র মতো সিরিজে অভিনয় করেছেন তিনি। লস অ্যাঞ্জেলেসের ভ্যালিতে নিজ গ্রামের বাড়িতে এমমিচ মারা যান। ফুসফুসের ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াই করছিলেন অভিনেতা। তাঁর প্রতিনিধি স্টিভ স্টিভেন্স হলিউড রিপোর্টারকে তাঁর মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন। এমমিচ ১৯৭৩ সালে চলচ্চিত্রে অভিনয় করে সুখ্যাতি অর্জন করেন। এরপর ১৯৭৪ সালে মাইকেল সিমিনোর ‘থান্ডারবোল্ট এন্ড লাইটফুট’-এ অভিনয় করে আরো পরিচিতি লাভ করেন তিনি।

১৯৮১ সালে ‘হ্যালোইন ২’তে তিনি নিরাপত্তারক্ষীর ভূমিকায় অভিনয় করেন। এনবিসি’র ‘লিটল হাউজ অন দ্য প্রেইরি’-এর পঞ্চম সিজনে এমমিচ একজন অতিরিক্ত ওজনের, লাজুক এবং বিব্রত মধ্যবয়সী চরিত্রে অভিনয় করেন। লেখক মাইকেল ল্যান্ডন এমিচকে মাথায় রেখেই এটি লিখেছিলেন এবং এটি অভিনেতার প্রিয় চরিত্রগুলোর মধ্যে একটি ছিল। ক্লিফোর্ড জোসেফ এমমিচ ১৯৩৬ সালের ১৩ ডিসেম্বর সিনসিনাটিতে জন্মগ্রহণ করেন এবং লস অ্যাঞ্জেলেসে বেড়ে ওঠেন। তাঁর বাবা ক্লিফোর্ডও হলিউডের নামিদামি ব্যক্তিদের কাছে বিদেশী গাড়ি বিক্রি করতেন যাদের মধ্যে গ্যারি কুপার, ক্লার্ক গেবল এবং ওজি নেলসনও ছিল। ছোটবেলা থেকেই হলিউডের প্রতি ঝোঁক ছিল এমমিচের। চলচ্চিত্রে অভিনয়ের আগে থিয়েটারেও পারফর্ম করেছেন তিনি। অভিনয় জীবনে দ্য ইনক্রেডিবল হাল্ক, স্ট্রাইক ফোর্স, চিপস, ট্র্যাপার জন, এমডি, নাইট রাইডার, নাইট কোর্ট, সাইমন অ্যান্ড সাইমন, পেডে, থান্ডারবোল্ট এন্ড লাইটফুট, হ্যালোইন-২ এর মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। সূত্র : দ্য হলিউড রিপোর্টার

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম