ঢাকা ৩০ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
খসড়া ভোটার তালিকা প্রকাশ ১০ আগস্ট, চূড়ান্ত ৩১ আগস্ট হাসিনা এখনো প্রতিশোধপরায়ণ: আসিফ নজরুল জাতীয় সরকার গঠন ও নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়: চীনা রাষ্ট্রদূত বৃহস্পতিবারের মধ্যে জুলাই সনদের জায়গায় পৌঁছাতে পারব : আলী রীয়াজ বঙ্গোপসাগরের ভূমিকম্পে কেঁপেছে ভারত ক্ষমতায় গেলে শহীদ পরিবারদের পুনর্বাসনের উদ্যোগ নেবে বিএনপি মাইলস্টোন ট্র্যাজেডি: আগামী শনিবার পর্যন্ত বন্ধ থাকবে শিক্ষা কার্যক্রম থাইল্যান্ড-কম্বোডিয়ার যুদ্ধবিরতি ঘোষণাকে স্বাগত জানাল বাংলাদেশ জুলাই ঘোষণাপত্র নিয়ে মাহফুজের পোস্ট ইউপিডিএফ’র আস্তানায় সেনাবাহিনীর অভিযান, গুলি বিনিময়

ভয়েসে টাইপ থেকে স্ক্যানার—দারুণ কিছু সুবিধা এক ক্লিকেই!

#

আইটি ডেস্ক

২৩ জুলাই, ২০২৫,  10:55 AM

news image

বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ দৈনন্দিন যোগাযোগে ব্যবহার করছেন হোয়াটসঅ্যাপ। দ্রুত বার্তা আদান-প্রদানের জন্য জনপ্রিয় এই অ্যাপটিতে নিয়মিত যোগ হচ্ছে নতুন নতুন ফিচার। তবে অনেক ব্যবহারকারীই জানেন না—এই অ্যাপে রয়েছে এমন কিছু গোপন সুবিধা, যা তাদের ব্যবহারকে আরও সহজ ও স্মার্ট করে তুলতে পারে। নিচে তুলে ধরা হলো হোয়াটসঅ্যাপের এমন তিনটি কম পরিচিত কিন্তু কার্যকর ফিচার—

১. কীবোর্ডে থাকা ‘মাইক্রোফোন’ দিয়ে ভয়েসে টাইপ

আমরা সাধারণত ভয়েস মেসেজ পাঠাতে নিচের মাইক্রোফোন আইকনে চাপ দিই। তবে কিবোর্ডে থাকা আরেকটি মাইক্রোফোন রয়েছে, যা অনেকেই খেয়াল করেন না।

-সেটিংসে গিয়ে আপনার পছন্দের ভাষা নির্বাচন করুন।

-এরপর কিবোর্ডে থাকা মাইক্রোফোনে চাপ দিয়ে কথা বললেই তা সেই ভাষায় টাইপ হয়ে যাবে স্ক্রিনে।

টাইপের ঝামেলা ছাড়াই সহজে লম্বা বার্তা লিখে ফেলা যাবে এক নিঃশ্বাসে।

২. কিবোর্ড স্ক্যানার হিসেবে ব্যবহার

চমকে উঠার মতোই একটি সুবিধা—হোয়াটসঅ্যাপের কিবোর্ড এখন স্ক্যানার হিসেবেও কাজ করতে পারে।

কাউকে কোনো লেখা পাঠাতে চাইছেন, যা আগে খাতায় লিখে ছবি তুলে পাঠাতেন? এখন আর তা নয়।

মেসেজ বক্সে ট্যাপ করলেই ‘অটোফিল’ অপশন পাওয়া যাবে। এতে ক্লিক করলেই কিবোর্ডে স্ক্যানার চালু হবে।

লেখা যুক্ত ছবিটি স্ক্যান করে সরাসরি পাঠিয়ে দিন বার্তায়—স্মার্ট ও ক্লিন।

৩. ভয়েস মেসেজ ট্রান্সক্রিপ্ট (লিখিত রূপ)

অনেক সময় পাবলিক প্লেসে ভয়েস মেসেজ শোনা সম্ভব হয় না। এ সময় কাজে লাগবে হোয়াটসঅ্যাপের ভয়েস ট্রান্সক্রিপ্ট ফিচার।

প্রথমে হোয়াটসঅ্যাপের Settings-এ যান। এরপর চ্যাট অপশনে যান।

সেখান থেকে Voice Message Transcript অপশন চালু করুন।

ভাষা নির্বাচন করুন। যদিও বাংলা ভাষা এখনো যুক্ত হয়নি।

এরপর কোনো ভয়েস মেসেজ পাঠালে বা পেলে, তা স্বয়ংক্রিয়ভাবে স্ক্রিনে লিখিত আকারে দেখা যাবে।

হেডফোন ছাড়া বা প্রকাশ্যে শুনতে না চাইলেও বার্তার পূর্ণ রূপ পেয়ে যাবেন সহজেই।

প্রযুক্তি ব্যবহারে যত সচেতন হবেন, ততই বাড়বে সুবিধা। হোয়াটসঅ্যাপের এই গোপন ফিচারগুলো শুধু সময় বাঁচাবে না, বরং আপনার স্মার্টনেসও বাড়াবে কয়েক গুণ। আজই চেষ্টা করে দেখুন—অজানা হোয়াটসঅ্যাপে কতটা পাওয়ার লুকিয়ে আছে!

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম