ঢাকা ৩১ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
নির্বাচনের ঘোষণা আসবে কিছুদিনের মধ্যেই: আইন উপদেষ্টা সুন্দরবনের মাউন্দে নদীতে কোস্ট গার্ডের অভিযান, একনলা বন্দুক ও কার্তুজ জব্দ বিএনপি ক্ষমতার যাওয়ার জন্য অস্থির নয় : মির্জা ফখরুল ‎জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা আগামী ৫-৬ দিন সরকারের জন্য খুবই ক্রুশিয়াল টাইম: প্রেস সচিব মাইলস্টোন ট্র্যাজেডি: সুস্থ হয়ে বাড়ি ফিরলেন আরও ৩ জন ফরিদপুরে ইজিবাইকচালককে হত্যা, ৫ জনের মৃত্যুদণ্ড সরকারি চাকরিজীবীদের বাসা বরাদ্দ নিয়ে জরুরি নির্দেশনা মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার, ডিসেম্বরে নির্বাচনের সম্ভাবনা শিবির নেতা সাদিক কায়েম সমন্বয়ক ছিলেন না : নাহিদ ইসলাম

ভারতের রাজস্থানে মিগ-২৯ ফাইটার জেট বিধ্বস্ত

#

আন্তর্জাতিক ডেস্ক

০৩ সেপ্টেম্বর, ২০২৪,  11:00 AM

news image

ভারতীয় বিমান বাহিনীর একটি মিগ-২৯ ফাইটার জেট রাজস্থানের বারমের জেলায় বিধ্বস্ত হয়েছে। নিয়মিত রাত্রিকালীন প্রশিক্ষণ মিশনের সময় বিমানটি দুর্ঘটনার শিকার হয়। তবে, পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, বিমানটি আকাশে উড্ডয়নরত অবস্থায় ‘গুরুতর প্রযুক্তিগত সমস্যায়’ পড়ে, যা শেষ পর্যন্ত বিধ্বস্ত হওয়ার কারণ হয়। ভারতীয় বিমান বাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (প্রাক্তন টুইটার) এক পোস্টে জানিয়েছে, বারমের সেক্টরে রুটিন নাইট ট্রেনিং মিশনের সময় বিমানটি প্রযুক্তিগত সমস্যায় পড়ে এবং পাইলটকে বিমানটি থেকে বের হতে হয়। সৌভাগ্যক্রমে পাইলট নিরাপদে আছেন এবং কোনও জীবন বা সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়নি। ভারতীয় কর্মকর্তাদের মতে, সোমবার রাত ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। বিমানটি একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়। দুর্ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার পর আগুনে পুড়ে গেছে।  বারমেরের কালেক্টর নিশান্ত জৈন, পুলিশ সুপার নরেন্দ্র মীনা, এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। পুলিশ সুপার মীনা জানান, দুর্ঘটনাস্থলের কাছাকাছি বৃষ্টির পানি জমে থাকায় দমকল বাহিনীর পৌঁছানো কঠিন হয়ে পড়ে। যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনাটি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এক ভিডিওতে দেখা যায়, বিধ্বস্ত হওয়ার পর যুদ্ধবিমানটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। জানা গেছে, ধানির অ্যালানিওর কাছে মঙ্গলা প্রসেসিং টার্মিনাল এমপিটি রোডে বিমানটি বিধ্বস্ত হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, বিমানটি প্রযুক্তিগত ত্রুটির কারণেই বিধ্বস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনও প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়নি। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম