ঢাকা ২০ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
ডাকসুর তফসিল ২৯ জুলাই, সেপ্টেম্বরের ২য় সপ্তাহে নির্বাচন দুর্গাপুরে বসতঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি নিয়ে বিশেষ নির্দেশনা মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ৩৯ আসামি ট্রাইব্যুনালে সেনাসদর নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা উচ্চকক্ষ নিয়ে আগামী ৩ দিনের মধ্যে একটা সিদ্ধান্ত হবে: আলী রীয়াজ ঘৃণার জবাবে ভালোবাসার বার্তা দিলেন অভিনেত্রী বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ শুরু আজ ঢাকায় বৃষ্টির আভাস, কমবে গরম ভয় জাগাচ্ছে গ্রামের ডেঙ্গু

বিয়ের আগে মা হওয়ায় আপত্তি নেই জয়া বচ্চনের

#

বিনোদন ডেস্ক

৩১ অক্টোবর, ২০২২,  2:42 PM

news image

তারকা দম্পতি অমিতাভ-জয়া বচ্চনের এক ছেলে এক মেয়ের মধ্যে বড় শ্বেতার বিয়ে হয় রাজকাপুরের ভাগ্নে নিখিল নন্দার সঙ্গে। তাদের দুই ছেলে-মেয়ের মধ্যে বড় মেয়ে নব্যা নাভেলি নন্দা সিনেমায় এখনও না এলেও সামাজিক মাধ্যমে তিনি সরব। এবার তিনি আলোচিত তার পডকাস্ট ‘হোয়াট দ্য হেল নন্দা’ নিয়ে। সম্প্রতি তার অনুষ্ঠানে এসে প্রেম, বিয়ে নিয়ে খোলামেলা কথা বলেছেন তার নানি জয়া বচ্চন। শারীরিক আকর্ষণ এবং বোঝাপড়ার গুরুত্ব নিয়ে নাতনি নব্যাকে নানা পরামর্শ দেন তিনি। বিরল রোগে আক্রান্ত সামান্থা!বিরল রোগে আক্রান্ত সামান্থা! তিনি বলেন, ‘অনেকেই আমার ভাবনাকে আপত্তিকর মনে করতে পারে কিন্তু যে কোনো সম্পর্কে শারীরিক আকর্ষণ এবং বোঝাপড়া থাকাটা বেশ গুরুত্বপূর্ণ। আমাদের সময়ে ততটা পরখ করে নেইনি আমরা, কিন্তু এখনকার প্রজন্ম করছে এবং কেন সেটা করবে না তারা? জয়া বলেন, দীর্ঘস্থায়ী সম্পর্কের জন্য এটি বেশ জরুরি। যৌনতা ছাড়া বেশিদিন স্থায়ী হয় না সম্পর্ক। প্রেম, সতেজতা ও সামঞ্জস্য ধরে রাখতে শারীরিক সম্পর্ক বেশ জরুরি। সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্কের অর্থ পাল্টে যাওয়ার প্রসঙ্গ টেনে তিনি বললেন, “দুঃখজনক হচ্ছে, আমরা ভিন্নভাবে ভাবতে পারি না। এখন সময় বদলেছে। নতুন প্রজন্ম সেকেলে ধারণা পোষণ করে নিজেদের অপরাধী ভাবলে সেটা ঠিক হবে না।” নাতনি নভ্যাকে সবচেয়ে ভালো বন্ধুকে বিয়ে করার পরামর্শ দেন জয়। সেই সঙ্গে বলেন, আমি তোমাকে পছন্দ করি, তাই হয়ত চাইব, তোমার সন্তান হোক। তাই তুমি বিয়ে করতে পার, যা সমাজ চায়। তবে বিয়ে না করেও তুমি সন্তান নাও যদি, তাতে আমার কোনো আপত্তি নেই, সত্যিই কোনো আপত্তি নেই। সূত্র: এনডিটিভি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম