সংবাদ শিরোনাম

নিজস্ব প্রতিবেদক
৩১ জুলাই, ২০২৫, 2:43 PM

ফরিদপুরে ইজিবাইকচালককে হত্যা, ৫ জনের মৃত্যুদণ্ড
ফরিদপুরে ইজিবাইকচালক শওকত মোল্যা হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ নম্বর আদালতের বিচারক মাকসুদুর রহমান এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ নম্বর আদালতের পিপি চৌধুরী জাহিদ হাসান খোকন। রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত চারজন আসামি আদালতে উপস্থিত ছিলেন। ওপর একজন পলাতক রয়েছেন। অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ নম্বর আদালতের বিচারক মাকসুদুর রহমান বলেন, ফরিদপুরে ইজিবাইকচালক শওকত মোল্যা হত্যা মামলায় ৫ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন বিচারপতি। এ সময় ৪ আসামি বিচারকের সামনে উপস্থিত ছিলেন।
সম্পর্কিত