ঢাকা ২৩ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
ভোটকক্ষে সরাসরি সম্প্রচার নয়: ইসি মাইলস্টোন ট্র্যাজেডি: হতাহতদের পরিবারকে ১০ লাখ ক্ষতিপূরণ দিতে রিট আগারগাঁও পাসপোর্ট অফিসে অভিযান, ১৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড বাংলাদেশে হতাহতের সংখ্যা গোপন করা অসম্ভব : প্রেস সচিব উদ্বোধনের অপেক্ষায় অত্যাধুনিক সুনামগঞ্জ উপজেলা কমপ্লেক্স ভবন নিখোঁজ পরিবারের সদস্যদের ডিএনএ নমুনা দেওয়ার অনুরোধ সাগরে লঘুচাপটি পরিণত হতে পারে নিম্নচাপে নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত বেড়ে ৮ খালি পেটে ঘি খাওয়া কতটা নিরাপদ? সেই শিক্ষক মাহরিনের বীরত্বের প্রশংসায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

পশ্চিমতীরে ইসরায়েলি বিমান হামলা; ৫ ফিলিস্তিনি নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

০২ ফেব্রুয়ারি, ২০২৫,  11:00 AM

news image

পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি সামরিক বাহিনীর বিমান হামলায় এক কিশোরসহ পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েল এই সামরিক অভিযানকে ‘আয়রন ওয়াল’ নামে অভিহিত করেছে, যা গাজায় যুদ্ধবিরতি চুক্তির কয়েক দিনের মধ্যেই শুরু হয়। আল জাজিরার প্রতিবেদন থেকে জানা যায়, প্রথম হামলায়, ইসরায়েলি ড্রোন জেনিনের রাস্তায় থাকা মানুষের ওপর আঘাত হানে, এতে ১৬ বছর বয়সী আহমাদ আল-সাদি নিহত এবং দুইজন গুরুতর আহত হন, বলে জানিয়েছে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা। এরপর, জেনিনের গভর্নর কামাল আবু আল-রুব জানান, এই হামলার কয়েক মিনিট পরই কাবাতিয়ায় একটি গাড়িতে ইসরায়েলি বাহিনী ড্রোন হামলা চালিয়ে দুই যুবককে হত্যা করে। এরপর আরও একটি ড্রোন হামলায় একটি মোটরসাইকেলে থাকা দুই ফিলিস্তিনিকে হত্যা করা হয়। পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানের তীব্রতা বাড়তে থাকায় অন্তত ২০ জন ফিলিস্তিনি নিহত এবং বহু আহত হয়েছেন। ইসরায়েলি অভিযানে পশ্চিম তীরজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ছে। জেনিনের পাশাপাশি ইসরায়েলি বাহিনী টুলকার্ম শহর এবং এর শরণার্থী শিবিরে টানা ছয় দিন ধরে সামরিক অভিযান চালাচ্ছে, যেখানে বহু ফিলিস্তিনিকে বাড়িঘর ছাড়তে বাধ্য করা হয়েছে। এছাড়াও, ইসরায়েলি বাহিনী বালাতা শরণার্থী শিবির, নাবলুস এবং আল-আইন শরণার্থী শিবিরেও হামলা চালিয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম