ঢাকা ১৯ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
দেশে নতুন করে কোনো গডফাদারের আবির্ভাব হতে দেব না : নাহিদ ইসলাম বিলম্ব না করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন, অন্তর্বর্তী সরকারকে ফখরুল জামায়াতের মূল পর্বের সমাবেশ শুরু মানবাধিকার সুরক্ষায় বাংলাদেশে কাজ করবে ওএইচসিএইচআর মিশন প্রয়োজনে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা 'প্রধান উপদেষ্টা যেদিন বলেছেন, সেদিনই নির্বাচন হবে' : প্রেস সচিব ভরা মৌসুমেও ইলিশের দাম নাগালের বাইরে মানবিক ও ভালো মানুষ না হলে দেশের উন্নতি সম্ভব না: সেনাপ্রধান গোপালগঞ্জে কারফিউ ১৪ ঘণ্টা শিথিল জামায়াতের সমাবেশকে ঘিরে ১৩ হাজার আইনশৃঙ্খলা বাহিনী

নেটমাধ্যমে ভাইরাল ঐশ্বরিয়াকন্যা আরাধ্য

#

বিনোদন ডেস্ক

১৫ মার্চ, ২০২২,  2:02 PM

news image

সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই জনপ্রিয় আরাধ্যা। ঐশ্বরিয়ার সঙ্গে তার চেহারার মিল চমকে দেয় সবাইকে। কখনো মায়ের মতো নাচ করে, কখনো আবার এয়ারপোর্টেই ক্যাট ওয়াকের ঝলক দেখিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় সে। টুইটার, ইনস্টাগ্রামে তার ভক্ত-অনুরাগীর সংখ্যাও নেহাত কম নয়। এবার বচ্চন পরিবারের গুণের মিশ্রণও দেখা গেল তার মধ্যে। ১০ বছরেই দাদু অমিতাভের মতো কবিতা আবৃত্তি করে আবারও সবাইকে চমকে দিয়েছে আরাধ্য। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি কবিতা আবৃত্তির ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে  স্কুলের পোশাক পরে কবিতা আবৃত্তি করতে দেখা গেছে আরাধ্যাকে।

দু’দিকে বাঁধা পনিটেইলে ছন্দ মিলিয়ে হিন্দি ভাষায় চমৎকার কবিতা আবৃত্তি করে যেন বচ্চন পরিবারের প্রতিভার কথাই জানান দিল সবাইকে। স্কুলের অনলাইন প্রতিযোগিতায় হিন্দি ভাষার মাহাত্ম্য নিয়ে লেখা ওই কবিতা আবৃত্তির ভিডিওটি আরাধ্য রাই বচ্চন ফ্যানপেজ টুইটার থেকে শেয়ার করা হয়েছে। ভক্তরা আরাধ্যর প্রশংসা করে লিখেছেন, "বচ্চন ও রাই পরিবারের সঠিক মিশ্রণ ও, যত দেখি তত ভালো লাগে।" আরেকজন লিখেছেন, "এই মেয়েটাই পারবে পরিবারের আভজাত্য, পরম্পরা এগিয়ে নিয়ে যেতে"। এদিকে নেট মাধ্যমে ছড়িয়ে পড়া আরাধ্যর এই ভিডিওটি রিটুইট করে অভিষেক আর অমিতাভকে ট্যাগ করেন এক ভক্ত। আর ইমোজি ব্যবহার করে সেটার উত্তরও দেন অভিষেক। মেয়ের প্রতিভা বিকশিত হতে দেখে বাবা হিসেবে নিশ্চই গর্ববোধ করছেন তিনি। তবে মেয়েকে বড় করার সমস্ত কৃতিত্ব স্ত্রী  ঐশ্বরিয়াকেই দেন অভিষেক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম