ঢাকা ১৯ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
দেশে নতুন করে কোনো গডফাদারের আবির্ভাব হতে দেব না : নাহিদ ইসলাম বিলম্ব না করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন, অন্তর্বর্তী সরকারকে ফখরুল জামায়াতের মূল পর্বের সমাবেশ শুরু মানবাধিকার সুরক্ষায় বাংলাদেশে কাজ করবে ওএইচসিএইচআর মিশন প্রয়োজনে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা 'প্রধান উপদেষ্টা যেদিন বলেছেন, সেদিনই নির্বাচন হবে' : প্রেস সচিব ভরা মৌসুমেও ইলিশের দাম নাগালের বাইরে মানবিক ও ভালো মানুষ না হলে দেশের উন্নতি সম্ভব না: সেনাপ্রধান গোপালগঞ্জে কারফিউ ১৪ ঘণ্টা শিথিল জামায়াতের সমাবেশকে ঘিরে ১৩ হাজার আইনশৃঙ্খলা বাহিনী

নিজেকে ক্ষমতাধর মনে করি: ইয়ামি

#

বিনোদন ডেস্ক

০৯ মার্চ, ২০২২,  11:14 AM

news image

সম্প্রতি মুক্তি পেয়েছে অভিনেত্রী ইয়ামি গৌতমের ‘এ থার্সডে’ সিনেমাটি। মুক্তির পর থেকেই সিনেমাটি দারুণ প্রশংসিত হওয়ার পাশাপাশি বক্স অফিসে বেশ সাড়া ফেলেছে। সিনেমাটিতে ‘নয়না’র মতো তীব্র ও বলিষ্ঠ চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের মুগ্ধ করেছেন। নিজের এমন সাফল্যে এবং নারী দিবস উপলক্ষে তার চিন্তা-ভাবনাসহ নানা বিষয় নিয়ে ভারতীয় গণমাধ্যমের মুখোমুখী হয়েছেন তিনি। ইয়ামি বলেন, ‘পৃথিবীর সকল নারীই অনেক সম্মানের সঙ্গে বেঁচে আছে। এ জন্য আমি একজন নারী হিসেবে গর্ববোধ করি। এমনকি যখন নারীদের কাজের প্রশংসা শুনি তখন নিজেকে ক্ষমতাধর মনে করি। এছাড়া আপনি ইতিহাসের দিকে তাকালে দেখবে অনেক দেবী অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করে জয়লাভ করেছেন। এগুলো আমাকে সবসময় অনুপ্রাণিত করে। তবে সবাইকে নারীদের সুরক্ষা, সুযোগ তৈরি, শিক্ষাসহ নানা ক্ষেত্রে আরও নজর দিতে হবে।’ এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘একজন নারীর সম্মান এবং মর্যাদা রক্ষায় কখনোই আপোস করা উচিত নয়। কখনোই ঝুঁকির মধ্যে থাকা উচিত নয়, পরিবার ও সমাজের অগ্রগতির মতো নিজেদেরও আধুনিক করতে হবে, এগিয়ে নিতে হবে। এক্ষেত্রে প্রতিটি পরিবার নারীর সুরক্ষা ও স্বাধীনতা রক্ষায় ভূমিকা রাখতে পারে বলে আমি মনে করি।’ উল্লেখ্য, শিগগিরই ইয়ামিকে অক্ষয় কুমার ও পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে ‘ওএমজি ২’, ‘লস্ট’ এবং অভিষেক বচ্চনের সঙ্গে ‘দাসভি’ সিনেমায় দেখতে পাবেন দর্শকরা। প্রতিটি সিনেমায় ভিন্ন ভিন্ন লুকে হাজির হবেন বলে জানান ইয়ামি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম