ঢাকা ২৩ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
ভোটকক্ষে সরাসরি সম্প্রচার নয়: ইসি মাইলস্টোন ট্র্যাজেডি: হতাহতদের পরিবারকে ১০ লাখ ক্ষতিপূরণ দিতে রিট আগারগাঁও পাসপোর্ট অফিসে অভিযান, ১৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড বাংলাদেশে হতাহতের সংখ্যা গোপন করা অসম্ভব : প্রেস সচিব উদ্বোধনের অপেক্ষায় অত্যাধুনিক সুনামগঞ্জ উপজেলা কমপ্লেক্স ভবন নিখোঁজ পরিবারের সদস্যদের ডিএনএ নমুনা দেওয়ার অনুরোধ সাগরে লঘুচাপটি পরিণত হতে পারে নিম্নচাপে নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত বেড়ে ৮ খালি পেটে ঘি খাওয়া কতটা নিরাপদ? সেই শিক্ষক মাহরিনের বীরত্বের প্রশংসায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

তামিলনাড়ুতে স্কুলেই গণধর্ষণের শিকার ছাত্রী, ৩ শিক্ষক গ্রেফতার

#

আন্তর্জাতিক ডেস্ক

০৬ ফেব্রুয়ারি, ২০২৫,  11:06 AM

news image

ভারতের তামিলনাড়ুতে এবার স্কুলেই এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। আর ঘটনায় অভিযুক্ত স্কুলেরই ৩ শিক্ষক! ইতিমধ্যে তাদের গ্রেফতার করা হয়েছে। ১৫ দিনের পুলিশ হেফাজতে রয়েছেন তারা। তামিলনাড়ুর এই ঘটনা ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। রাজ্যের কৃষ্ণগিরি জেলার এক স্কুলে ৩ জন শিক্ষক মিলে এক ছাত্রীকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ। শুধু তাই নয়, তাকে হুমকিও দেওয়া হয়েছিল যে, কাউকে কিছু বললে আরও ক্ষতি করা হবে! শিক্ষকদের যৌন লালসার শিকার হয়ে মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েছিল ওই ছাত্রী। সে প্রায় ১ মাস ধরে আর স্কুলেই যাচ্ছিল না। পরে স্কুলের প্রিন্সিপাল খোঁজ নেওয়ায় এবং পরিবারের লোকেদের প্রশ্নের চাপে বিষয়টি সবাইকে জানায় ভুক্তভোগী কিশোরী। ঘটনা সম্পর্কে জানার পর স্কুলের প্রিন্সিপালই প্রথমে পুলিশে খবর দেওয়ার কথা বলেন পরিবারকে। একই সঙ্গে বিষয়টি শিশু সুরক্ষা কমিশনেও জানাতে বলেন। এরপরই ওই তিন শিক্ষককে গ্রেফতার করে পুলিশ। তাদের কঠিন শাস্তির দাবি তুলে ইতিমধ্যে বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয় বাসিন্দারা। অভিভাবকরা স্কুলের বাইরে গিয়েও বিক্ষোভ দেখান।  পুলিশ জানতে পেরেছে, কয়েক মাস আগেই এই ঘটনা ঘটেছিল। কিন্তু বিগত কিছু সপ্তাহ ধরে কিশোরীর শরীর আরও খারাপ হয়। হয়তো মানসিক অবসাদ থেকেই তা হচ্ছিল। তাই স্কুলে যাওয়া পুরোপুরি বন্ধ করে দেয় সে। বর্তমানে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। সূত্র : দ্য ওয়াল ও টিভিনাইন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম