ঢাকা ২৩ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
ভোটকক্ষে সরাসরি সম্প্রচার নয়: ইসি মাইলস্টোন ট্র্যাজেডি: হতাহতদের পরিবারকে ১০ লাখ ক্ষতিপূরণ দিতে রিট আগারগাঁও পাসপোর্ট অফিসে অভিযান, ১৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড বাংলাদেশে হতাহতের সংখ্যা গোপন করা অসম্ভব : প্রেস সচিব উদ্বোধনের অপেক্ষায় অত্যাধুনিক সুনামগঞ্জ উপজেলা কমপ্লেক্স ভবন নিখোঁজ পরিবারের সদস্যদের ডিএনএ নমুনা দেওয়ার অনুরোধ সাগরে লঘুচাপটি পরিণত হতে পারে নিম্নচাপে নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত বেড়ে ৮ খালি পেটে ঘি খাওয়া কতটা নিরাপদ? সেই শিক্ষক মাহরিনের বীরত্বের প্রশংসায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে ওয়াশিংটনে নেতানিয়াহু

#

আন্তর্জাতিক ডেস্ক

০৩ ফেব্রুয়ারি, ২০২৫,  10:47 AM

news image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে ওয়াশিংটনে পৌঁছেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দেশটির সংবাদমাধ্যম ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’ এ খবর জানিয়েছে। মার্কিন সংবাদমাধ্যমটি জানায়, প্রথম বিদেশি নেতা হিসেবে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতে স্থানীয় সময় রবিবার বিকেলে ওয়াশিংটনে পৌঁছান নেতানিয়াহু। এই সপ্তাহে তিনি মধ্যপ্রাচ্যের জন্য এক গুরুত্বপূর্ণ মুহূর্তে প্রেসিডেন্ট ট্রাম্প এবং ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। নেতানিয়াহুর বিমান অবতরণের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ বৈঠক যা ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে গভীর জোটকে শক্তিশালী করবে এবং আমাদের সহযোগিতা আরও বাড়িয়ে তুলবে। টাইমস অব ইসরায়েল জানায়, ওয়াশিংটনে পৌঁছে নেতানিয়াহু ব্লেয়ার হাউসে অবস্থান করছেন। হোয়াইট হাউসে বিশিষ্ট ব্যক্তিদের জন্য ঐতিহাসিক অতিথি ভবন এই ব্লেয়ার হাইস। একইসঙ্গে নেতানিয়াহু এই ব্লেয়ার হাউসে ১৪তম বারের মতো অতিথি হলেন।  ব্লেয়ার হাইসের জেনারেল ম্যানেজার ম্যাথিউ ওয়েন্ডেল নেতানিয়াহুকে ১৬৫১ পেনসিলভানিয়া অ্যাভিনিউতে স্বাগত জানান। ওয়েন্ডেলের মতে, নেতানিয়াহুর চেয়ে বেশিবার কোনো বিদেশি নেতা ব্লেয়ার হাইসের অতিথি হননি।  এর আগে উইং অব জায়ন বিমানে করে ওয়াশিংটন পৌঁছান নেতানিয়াহু। বিমানে ওঠার আগে নেতানিয়াহু বলেন, এবারের বৈঠকে ইসরায়েল ও এই অঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। এছাড়াও হামাসের বিরুদ্ধে বিজয়, ইসরায়েলের সমস্ত জিম্মিদের মুক্তি অর্জন এবং ইরানের সঙ্গে মোকাবেলা করাসহ যাবতীয় অর্জন নিয়েও ট্রাম্পের সঙ্গে কথা বলবেন তিনি । এছাড়া যুদ্ধবিরতি শেষে নতুন করে আবার ইসরায়েলি সামরিক বাহিনীর সদস্যদের গাজায় পাঠানোর বিষয়েও আলোচনা হতে পারে। সূত্র: নিউইয়র্ক টাইমস 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম