ঢাকা ০২ আগস্ট, ২০২৫
সংবাদ শিরোনাম
নির্বাচনের ঘোষণা আসবে কিছুদিনের মধ্যেই: আইন উপদেষ্টা সুন্দরবনের মাউন্দে নদীতে কোস্ট গার্ডের অভিযান, একনলা বন্দুক ও কার্তুজ জব্দ বিএনপি ক্ষমতার যাওয়ার জন্য অস্থির নয় : মির্জা ফখরুল ‎জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা আগামী ৫-৬ দিন সরকারের জন্য খুবই ক্রুশিয়াল টাইম: প্রেস সচিব মাইলস্টোন ট্র্যাজেডি: সুস্থ হয়ে বাড়ি ফিরলেন আরও ৩ জন ফরিদপুরে ইজিবাইকচালককে হত্যা, ৫ জনের মৃত্যুদণ্ড সরকারি চাকরিজীবীদের বাসা বরাদ্দ নিয়ে জরুরি নির্দেশনা মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার, ডিসেম্বরে নির্বাচনের সম্ভাবনা শিবির নেতা সাদিক কায়েম সমন্বয়ক ছিলেন না : নাহিদ ইসলাম

ট্রাম্পকে জিজ্ঞাসাবাদ করবে এফবিআই

#

আন্তর্জাতিক ডেস্ক

২৭ জুলাই, ২০২৪,  11:00 AM

news image

সম্প্রতি পেনসিলভানিয়ায় নির্বাচনী প্রচারণায় গিয়ে গুলিবিদ্ধ হন রিপাবলিকান প্রার্থী সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করবে ফেডারেল ব্যুরো ইনভেস্টিগেশন (এফবিআই)। ঘটনাস্থলের আলামত ও বুলেটের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে বলেও জানিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থাটি। ট্রাম্পকে হত্যাচেষ্টার তদন্তের দায়ভার পড়েছে এফবিআইয়ের ওপর। ইতোমধ্যে সিক্রেট সার্ভিসের একাধিক কর্মকর্তা এবং নিরাপত্তাকর্মীকে জিজ্ঞাসাবাদ করেছে তারা। এরই ধারাবাহিকতায় তদন্তের অংশ হিসেবে ডোনাল্ড ট্রাম্পকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে মার্কিন তদন্ত সংস্থাটি। এফবিআই প্রধান ক্রিস্টোফার রে বলেন, হত্যাচেষ্টার ঘটনায় ট্রাম্পকেও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। এফবিআই জানায়, ট্রাম্প যেহেতু অপরাধের শিকার তাই তাকে স্বাভাবিক প্রক্রিয়ায় কিছু প্রশ্ন করা হবে। তাছাড়া সংস্থাটি পরীক্ষা-নিরীক্ষা করে যা পেয়েছে তা ট্রাম্পকে হত্যা চেষ্টা বলে মনে করে আসছে। এছাড়া হত্যাচেষ্টার আলামত এবং যে বুলেট দিয়ে হামলা চালানো হয়েছে তা নিয়েও তথ্য সংগ্রহ করা হচ্ছে বলেও জানিয়েছে সংস্থাটি। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, বুলেটে কান ছিদ্র হয়ে ক্ষত তৈরি হয়েছে ট্রাম্পের। আর কিছুই না। প্রসঙ্গত, গত ১৩ জুলাই পেনসিলভানিয়ার বেথেল পার্কের ফেয়ার গ্রাউন্ডের নির্বাচনী সভায় ট্রাম্পকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। অভিযুক্ত ২০ বছর বয়সী তরুণ টমাস ক্রুকের ছোড়া গুলি কান ছুঁয়ে বেরিয়ে যায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের। ওই ঘটনার পর থেকেই ট্রাম্পের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সব রাজনীতিকের নিরাপত্তা দেয় সিক্রেট সার্ভিস নামে একটি সংস্থা। ওইদিনের সভায় ট্রাম্পের নিরাপত্তার দায়িত্বেও ছিল তারা। তাই গুলি-ঘটনার পর সিক্রেট সার্ভিসের ভূমিকা প্রশ্নের মুখে পড়েছিল। টমাস কেন ট্রাম্পকে খুন করতে চেয়েছিলেন, তা এখনো স্পষ্ট নয়। সূত্র: সিএনএন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম