ঢাকা ২০ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
খুলনায় বিষক্রিয়ায় ৫ জনের মৃত্যু র‌্যাবের পৃথক অভিযানে পিস্তল মদ ইয়াবা এ্যাম্পুল উদ্ধার গ্রেফতার-১ দেশে নতুন করে কোনো গডফাদারের আবির্ভাব হতে দেব না : নাহিদ ইসলাম বিলম্ব না করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন, অন্তর্বর্তী সরকারকে ফখরুল জামায়াতের মূল পর্বের সমাবেশ শুরু মানবাধিকার সুরক্ষায় বাংলাদেশে কাজ করবে ওএইচসিএইচআর মিশন প্রয়োজনে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা 'প্রধান উপদেষ্টা যেদিন বলেছেন, সেদিনই নির্বাচন হবে' : প্রেস সচিব ভরা মৌসুমেও ইলিশের দাম নাগালের বাইরে মানবিক ও ভালো মানুষ না হলে দেশের উন্নতি সম্ভব না: সেনাপ্রধান

টিপ না পরায় ট্রোলের শিকার কারিনা

#

বিনোদন ডেস্ক

২৩ এপ্রিল, ২০২২,  2:28 PM

news image

সোশ্যাল মিডিয়ায় এবার নেটিজেনদের রোষানলের মুখে অভিনেত্রী বলিউড কারিনা কাপুর খান। পান মশলার বিজ্ঞাপন করে বিতর্কে জড়িয়ে ছিলেন অক্ষয়, এবার এক গয়না প্রস্তুতকারক সংস্থার হয়ে প্রচার সেরে প্রশ্নের মুখে কারিনা। সামনেই অক্ষয় তৃতীয়া। আর সেই উপলক্ষে মালাবার গোল্ডের পক্ষ থেকে একটি বিজ্ঞাপন প্রকাশ্যে আনা হয়েছে। দীর্ঘদিন ধরেই এই জুয়েলারি ব্র্যান্ডের প্রচারের মুখ কারিনা। কিন্তু এই বিজ্ঞাপনে কেবলমাত্র কপালে টিপ না পরবার জন্যই ট্রোলড হতে হচ্ছে কারিনাকে। বিজ্ঞাপনে গোলাপি রঙা লেহেঙ্গায় সেজে ধরা দিয়েছেন কারিনা। গলায় হীরার নেকলেস, কানে ঝোলা দুল, কপালে টিকা। কিন্তু কারিনার এই সাজ বেমানান ঠেকেছে নেটিজেনদের একটা অংশের কাছে। বিবাহিত হিন্দু স্ত্রীর কপালে টিপ না থাকলে সেটা অপসংস্কৃতি, এমন দাবি তুলে ওই সংস্থার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন অনেকে। শুক্রবার থেকে #BoycottKareenaKapoorKhan এই হ্যাশট্যাগ ট্রেন্ড করছে। একজন লেখেন, “টিপ ছাড়া অক্ষয় তৃতীয়ার বিজ্ঞাপন! ওদের কি হিন্দি সংস্কৃতি নিয়ে কোনও ধারণা নেই?’ আরেকজন লেখেন, “হিন্দুদের জন্য টিপ শুধু একটা লাল বিন্দু নয়,যদি মালাবার গোল্ডের মতো সংস্থা ইচ্ছাকৃতভাবে সেটা বুঝতে না চায় তাহলে হিন্দুদের উচিত ওদের দিক থেকে মুখ ফিরিয়ে নেওয়া।” গত বছর আরেক গয়না প্রস্তুতকারক সংস্থা ‘তানিশক’কে বিতর্কের মুখে পড়তে হয়েছিল। অভিযোগ উঠেছিল ‘লাভ জেহাদ’-এ উস্কানি দিচ্ছে এই সংস্থার বিজ্ঞাপন। পরবর্তী সময়ে ওই বিজ্ঞাপন তুলে নেয় তানিশক। কারিনার এই বিতর্কিত বিজ্ঞাপন নিয়ে এখনও মুখ খোলেনি মালাবার গোল্ড, অভিনেত্রীও এই বিতর্ক নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেননি। সূত্র: হিন্দুস্তান টাইমস

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম