ঢাকা ০১ আগস্ট, ২০২৫
সংবাদ শিরোনাম
নির্বাচনের ঘোষণা আসবে কিছুদিনের মধ্যেই: আইন উপদেষ্টা সুন্দরবনের মাউন্দে নদীতে কোস্ট গার্ডের অভিযান, একনলা বন্দুক ও কার্তুজ জব্দ বিএনপি ক্ষমতার যাওয়ার জন্য অস্থির নয় : মির্জা ফখরুল ‎জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা আগামী ৫-৬ দিন সরকারের জন্য খুবই ক্রুশিয়াল টাইম: প্রেস সচিব মাইলস্টোন ট্র্যাজেডি: সুস্থ হয়ে বাড়ি ফিরলেন আরও ৩ জন ফরিদপুরে ইজিবাইকচালককে হত্যা, ৫ জনের মৃত্যুদণ্ড সরকারি চাকরিজীবীদের বাসা বরাদ্দ নিয়ে জরুরি নির্দেশনা মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার, ডিসেম্বরে নির্বাচনের সম্ভাবনা শিবির নেতা সাদিক কায়েম সমন্বয়ক ছিলেন না : নাহিদ ইসলাম

জামালগঞ্জে কতিপয় পুলিশ সদস্য কর্তৃক গ্রামবাসীকে হয়রানির প্রতিবাদে মানববন্ধন

#

৩০ জুলাই, ২০২৫,  11:12 AM

news image

একে মিলন: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভাটি লালপুর গ্রামবাসীর উপর কতিপয় পুলিশ সদস্য কর্তৃক উদ্দেশ্যমূলক হয়রানীর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভোক্তভোগীরা। গতকাল সোমবার দুপুরে সর্বস্থরের এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হয়। এতে বক্তব্য রাখেন গ্রামের প্রবীণ মুরুব্বি আব্বাস আলী, জয়নাল হাজারী, আব্দুল হাসেম, আব্দুল ফরিদ, সিদ্দিকুর রহমান, রহিমা খাতুনসহ আরো অনেকে। এ সময় বক্তারা বলেন, সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করতে জামালগঞ্জ থানার কিছু পুলিশ সদস্য ভাটি লালপুর গ্রামে আসে। তবে তার অনেক আগেই গ্রেফতারের ভয়ে আসামী অন্যত্রে পালিয়ে যায়। পরবর্তীতে আসামীকে ধরতে না পেরে পুলিশ সদস্যরা গ্রামের নীরিহ মানুষকে হয়রানি করতে শুরু করে। অন্য এক বাড়িতে তল্লাশি করতে গেলে গ্রামের নীরিহ মানুষ পুলিশ দেখলেই ভয় পায় বিদায় নিরপরাধ ব্যাক্তি দৌড় দিলে তাকে ধাওয়া করতে গিয়ে পা পিছলে পড়ে যান এক পুলিশ সদস্য। এতে ক্ষিপ্ত হয়ে নিরপরাধ দু’জনকে গ্রেফতার করে নিয়ে যায় তারা। সেই সাথে অশালীন ভাষায় গ্রামের নারী-পুরুষকে গালি-গালাজ করে। আমরা পুরো গ্রামের নারী-পুরুষ এখন পুলিশের ভয়ে আতঙ্কে আছি। একজন সাজাপ্রাপ্ত আসামীকে ধরতে এসে পুরো গ্রামবাসী আমরা এখন পুলিশের রোশানলের শিকার। নিরপরাধ, অসহায় নারী-পুরুষ কেউ স্বস্তিতে নেই। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা চাই নিরপরাধ কেউ যাতে বিনা কারনে হয়রানির শিকার না হয়। যাদেরকে বিনাদোষে গ্রেফতার করা হয়েছে অবিলম্বে তাদের মুক্তি দিতে হবে। সেই সাথে কতিপয় পুলিশ সদস্যদের হয়রানির হাত থেকে বাঁচতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম