ঢাকা ২৪ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
ভোটকক্ষে সরাসরি সম্প্রচার নয়: ইসি মাইলস্টোন ট্র্যাজেডি: হতাহতদের পরিবারকে ১০ লাখ ক্ষতিপূরণ দিতে রিট আগারগাঁও পাসপোর্ট অফিসে অভিযান, ১৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড বাংলাদেশে হতাহতের সংখ্যা গোপন করা অসম্ভব : প্রেস সচিব উদ্বোধনের অপেক্ষায় অত্যাধুনিক সুনামগঞ্জ উপজেলা কমপ্লেক্স ভবন নিখোঁজ পরিবারের সদস্যদের ডিএনএ নমুনা দেওয়ার অনুরোধ সাগরে লঘুচাপটি পরিণত হতে পারে নিম্নচাপে নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত বেড়ে ৮ খালি পেটে ঘি খাওয়া কতটা নিরাপদ? সেই শিক্ষক মাহরিনের বীরত্বের প্রশংসায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

চলতি সপ্তাহে আরও ছয় জিম্মিকে মুক্তি দেবে হামাস, বললেন নেতানিয়াহু

#

আন্তর্জাতিক ডেস্ক

২৭ জানুয়ারি, ২০২৫,  11:26 AM

news image

গাজার শাসক গোষ্ঠী হামাস চলতি সপ্তাহে আরও ছয় জিম্মিকে মুক্তি দেবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রবিবার রাতে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, ছয় জিম্মির মধ্যে তিনজনকে বৃহস্পতিবার মুক্তি দেওয়া হবে। আর বাকি তিনজনকে মুক্তি দেওয়া হবে শনিবার। বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলি প্রধানমন্ত্রী আবারও জোর দিয়ে বলেছেন-চুক্তির কোনও ধরনের লঙ্ঘন সহ্য করা হবে না। গাজায় থাকা সব জিম্মিকে (জীবিত ও মৃত) ফেরত আনার জন্য ইসরায়েল সরকার কাজ চালিয়ে যাবে। একই সঙ্গে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের সোমবার থেকে গাজার উত্তরাঞ্চলে ফেরার অনুমতি নেতানিয়াহু দেবেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতাকারী দেশ কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের সোমবার সকাল থেকেই উত্তর গাজায় ফিরতে দেবে ইসরায়েল। বাস্তুচ্যুত লাখো ফিলিস্তিনি এখন উত্তর গাজায় ফেরার অপেক্ষায় আছেন। ১৯ জানুয়ারি গাজায় বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি শুরু হয়। চুক্তির আওতায় ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিচ্ছে হামাস। বিনিময়ে কারাবন্দী ফিলিস্তিনিদের মুক্তি দিচ্ছে ইসরায়েল। সূত্র: বিবিসি, ডয়েচে ভেলে, আরব নিউজ

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম