ঢাকা ২০ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
খুলনায় বিষক্রিয়ায় ৫ জনের মৃত্যু র‌্যাবের পৃথক অভিযানে পিস্তল মদ ইয়াবা এ্যাম্পুল উদ্ধার গ্রেফতার-১ দেশে নতুন করে কোনো গডফাদারের আবির্ভাব হতে দেব না : নাহিদ ইসলাম বিলম্ব না করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন, অন্তর্বর্তী সরকারকে ফখরুল জামায়াতের মূল পর্বের সমাবেশ শুরু মানবাধিকার সুরক্ষায় বাংলাদেশে কাজ করবে ওএইচসিএইচআর মিশন প্রয়োজনে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা 'প্রধান উপদেষ্টা যেদিন বলেছেন, সেদিনই নির্বাচন হবে' : প্রেস সচিব ভরা মৌসুমেও ইলিশের দাম নাগালের বাইরে মানবিক ও ভালো মানুষ না হলে দেশের উন্নতি সম্ভব না: সেনাপ্রধান

গোপনে বিয়ে করলেন সানাই

#

বিনোদন প্রতিবেদক

২৮ মে, ২০২২,  3:22 PM

news image

বিয়ে করেছেন আলোচিত-সমালোচিত মডেল ও অভিনেত্রী সানাই  মাহবুব। গতকাল শুক্রবার তার বিবাহ সম্পন্ন হয়। সানাইয়ের বরের নাম আবু সালেহ মুসা। তিনি একটি বেসরকারি ব্যাংকে কর্মরত আছেন। মুসার গ্রামের বাড়ি নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়ন দক্ষিণ দুরকুঠি এলাকায়। এর আগে ২০১৯ সালে সানাইয়ের বিয়ের গুঞ্জন শুরু হয়েছিল। সাবেক এক মন্ত্রীকে বিয়ে করছেন এমন গুঞ্জন শুরু হয় তখন। সানাই নিজেও সে গুঞ্জনকে সত্য খবর হিসেবে দাবি করেছিলেন। সে সময় ওই সাবেক মন্ত্রীর বাগদান হওয়ার কথাও জানিয়েছিলেন তিনি।

তবে পরে এ নিয়ে আর কিছু জানা যায়নি। সানাই মাহবুব একাধিক সিনেমায় কাজ করেছেন। যদিও তার একটিও আলোর মুখ দেখেনি। সানাই মিডিয়ার কাজের চেয়ে ব্যক্তিজীবন নিয়েই বেশি আলোচিত-সমালোচিত ছিলেন। শরীরে সার্জারি করানো, ফেসবুক লাইভে এসে নানা রকম মন্তব্য আর নিজেকে খোলামেলা রূপে উপস্থাপনের জন্য বেশি আলোচনায় ছিলেন তিনি। সানাইয়ের অধিকাংশ কাজই সমালোচিত। অশ্লীলতার অভিযোগে ২০১৯ সালে ফেব্রুয়ারিতে ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিটের সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগে হাজিরাও দিয়েছিলেন। সে সময় মুচলেকায় সই করে ছাড়া পান একই বছর সব শোবিজ ছেড়ে ইসলামের পথে চলবেন বলে লাইভে এসে ঘোষণা দেন সানাই। সে সময় তিনি বলেন, ‘ইসলামের ছায়া তলে থেকে শান্তি খুঁজে পেতে চাই। নিজের ভুল বুঝতে পেয়েছি এবং অভিনয় জগত থেকে নিজেকে গুটিয়ে নিয়েছি। এ জগতে আর ফিরছি না। পুরোপুরি ইসলামের নিয়ম পালন করতে চাই। ইচ্ছে আছে খুব শিগগিরই হজে যাওয়ার, বাকিটা মহান আল্লাহর ইচ্ছে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম