ঢাকা ২৪ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
ভোটকক্ষে সরাসরি সম্প্রচার নয়: ইসি মাইলস্টোন ট্র্যাজেডি: হতাহতদের পরিবারকে ১০ লাখ ক্ষতিপূরণ দিতে রিট আগারগাঁও পাসপোর্ট অফিসে অভিযান, ১৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড বাংলাদেশে হতাহতের সংখ্যা গোপন করা অসম্ভব : প্রেস সচিব উদ্বোধনের অপেক্ষায় অত্যাধুনিক সুনামগঞ্জ উপজেলা কমপ্লেক্স ভবন নিখোঁজ পরিবারের সদস্যদের ডিএনএ নমুনা দেওয়ার অনুরোধ সাগরে লঘুচাপটি পরিণত হতে পারে নিম্নচাপে নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত বেড়ে ৮ খালি পেটে ঘি খাওয়া কতটা নিরাপদ? সেই শিক্ষক মাহরিনের বীরত্বের প্রশংসায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

গাজায় ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত ২৮

#

আন্তর্জাতিক ডেস্ক

১৩ জানুয়ারি, ২০২৫,  11:27 AM

news image

গাজায় গেল ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও ২৮ ফিলিস্তিনি নিহত হয়েছে। বর্বর এ হামলায় আহত হয়েছেন ৮৭ ফিলিস্তিনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি (এএ) রবিবার (১২ জানুয়ারি) তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।  প্রতিবেদনে বলা হয়েছে,  ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে অবিরামভাবে চলা এই হামলায় উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৬ হাজার ৫৬৫ জনে পৌঁছেছে। আরও অন্তত এক লাখ ৯ হাজার ৬৬০ জন আহত হয়েছেন। মন্ত্রণালয় বলেছে, অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম