ঢাকা ০২ আগস্ট, ২০২৫
সংবাদ শিরোনাম
নির্বাচনের ঘোষণা আসবে কিছুদিনের মধ্যেই: আইন উপদেষ্টা সুন্দরবনের মাউন্দে নদীতে কোস্ট গার্ডের অভিযান, একনলা বন্দুক ও কার্তুজ জব্দ বিএনপি ক্ষমতার যাওয়ার জন্য অস্থির নয় : মির্জা ফখরুল ‎জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা আগামী ৫-৬ দিন সরকারের জন্য খুবই ক্রুশিয়াল টাইম: প্রেস সচিব মাইলস্টোন ট্র্যাজেডি: সুস্থ হয়ে বাড়ি ফিরলেন আরও ৩ জন ফরিদপুরে ইজিবাইকচালককে হত্যা, ৫ জনের মৃত্যুদণ্ড সরকারি চাকরিজীবীদের বাসা বরাদ্দ নিয়ে জরুরি নির্দেশনা মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার, ডিসেম্বরে নির্বাচনের সম্ভাবনা শিবির নেতা সাদিক কায়েম সমন্বয়ক ছিলেন না : নাহিদ ইসলাম

গাজায় পোলিও মহামারি ঘোষণা, যুদ্ধবিরতির আহ্বান ডব্লিউএইচওর

#

আন্তর্জাতিক ডেস্ক

৩০ জুলাই, ২০২৪,  12:48 PM

news image

ফিলিস্তিনের গাজাজুড়ে পোলিও মহামারি ঘোষণা করেছে উপত্যকাটির হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। মারাত্মক এই ভাইরাসের বিস্তারের জন্য ইসরায়েলের বিধ্বংসী সামরিক আক্রমণকে দায়ী করেছে মন্ত্রণালয়টি। গাজায় পোলিও টিকা পৌঁছাতে দ্রুত যুদ্ধবিরতি প্রয়োজন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। খবর আলজাজিরার।  টেলিগ্রামে এক বিবৃতিতে সোমবার (২৯ জুলাই) স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, পরিস্থিতি গাজা এবং প্রতিবেশী দেশগুলোর বাসিন্দাদের স্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। মহামারিটিকে বৈশ্বিক পোলিও নির্মূল কর্মসূচির জন্য একটি ‘বাধা’ হিসেবে উল্লেখ করে মন্ত্রণালয় ইসরায়েলি আগ্রাসন বন্ধে অবিলম্বে হস্তক্ষেপের দাবি জানিয়েছে। একইসঙ্গে খাবার পানি এবং ব্যক্তিগত স্বাস্থ্যবিধির অভাব, ক্ষতিগ্রস্ত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এবং টন টন আবর্জনা ও কঠিন বর্জ্য অপসারণের উপায় খোঁজার আহ্বান জানায় মন্ত্রণালয়টি। গত শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, পয়ঃনিষ্কাশনের নমুনায় ভাইরাস শনাক্ত হওয়ায় শিশুদের সংক্রামিত হওয়া থেকে রক্ষা করতে গাজায় ১০ লাখের বেশি পোলিও ভ্যাকসিন পাঠানো হবে।এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, তারা গাজায় সৈন্যদের পোলিও টিকাদান কার্যক্রম শুরু করবে। ইসরায়েলের অব্যাহত হামলায় গাজায় পয়ঃনিষ্কাশন ও পানি সরবরাহ ব্যবস্থা ধ্বংস হয়েছে। বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের কিছু শিবিরের কাছে পয়ঃবর্জ্য রাস্তায় ছড়িয়ে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সোমবার বলেছে, গাজায় পোলিও টিকা সরবরাহ করতে এবং অঞ্চলটির ঝুঁকিপূর্ণ শিশুদের মাঝে টিকাদান কার্যক্রম পরিচালনার জন্য যুদ্ধবিরতি প্রয়োজন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম