ঢাকা ১৯ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
খুলনায় বিষক্রিয়ায় ৫ জনের মৃত্যু র‌্যাবের পৃথক অভিযানে পিস্তল মদ ইয়াবা এ্যাম্পুল উদ্ধার গ্রেফতার-১ দেশে নতুন করে কোনো গডফাদারের আবির্ভাব হতে দেব না : নাহিদ ইসলাম বিলম্ব না করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন, অন্তর্বর্তী সরকারকে ফখরুল জামায়াতের মূল পর্বের সমাবেশ শুরু মানবাধিকার সুরক্ষায় বাংলাদেশে কাজ করবে ওএইচসিএইচআর মিশন প্রয়োজনে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা 'প্রধান উপদেষ্টা যেদিন বলেছেন, সেদিনই নির্বাচন হবে' : প্রেস সচিব ভরা মৌসুমেও ইলিশের দাম নাগালের বাইরে মানবিক ও ভালো মানুষ না হলে দেশের উন্নতি সম্ভব না: সেনাপ্রধান

কনসার্টে পরকীয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর সেই মার্কিন সিইও বরখাস্ত

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ জুলাই, ২০২৫,  12:43 PM

news image

যুক্তরাষ্ট্রের বিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাস্ট্রোনোমার-এর সিইও অ্যান্ডি বাইরনকে সাময়িক ছুটিতে পাঠানো হয়েছে। কোল্ডপ্লের ১৬ জুলাইয়ের বস্টন কনসার্টে ‘কিস ক্যাম’-এ ধরা পড়া এক দৃশ্যকে কেন্দ্র করে শুরু হওয়া বিতর্কের জেরে প্রতিষ্ঠানটি এই সিদ্ধান্ত নেয়। ভাইরাল হওয়া ওই ভিডিওতে বাইরন ও কোম্পানির চিফ পিপল অফিসার (এইচআর প্রধান) ক্রিস্টিন ক্যাবটকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। ভিডিওতে দেখা যায়, কনসার্ট চলাকালীন একপর্যায়ে বড় পর্দায় উঠে আসেন বাইরন ও ক্যাবট। দু’জনই তখন একে অপরকে জড়িয়ে ধরে ছিলেন। ক্যামেরা তাদের দিকে ঘুরতেই তারা হঠাৎ বিচলিত হয়ে মুখ লুকানোর চেষ্টা করেন। এই দৃশ্য সামাজিক মাধ্যমে ঝড় তোলে— টিকটক থেকে শুরু করে এক্স (সাবেক টুইটার), ইনস্টাগ্রাম ও টেলিভিশনে এটি ভাইরাল হয়ে যায়। শুরু হয় আলোচনার ঝড়— গানের অনুষ্ঠান ছাপিয়ে ‘পরকীয়া প্রেম’ হয়ে ওঠে প্রধান বিষয়। বিষয়টি বাইরনের স্ত্রীর নজরেও আসে। পরে তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে স্বামীর পদবী সরিয়ে ফেলেন, যা আরও জল্পনার জন্ম দেয়। এ ঘটনার পর প্রতিষ্ঠানটি জানায়, তারা বিষয়টি তদন্ত করছে। এক বিবৃতিতে অ্যাস্ট্রোনোমার বলেছে, আমরা আমাদের সাংগঠনিক মূল্যবোধ ও সংস্কৃতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নেতৃবৃন্দের কাছ থেকে সর্বোচ্চ শিষ্টাচার ও জবাবদিহির প্রত্যাশা করি। পরিচালনা পর্ষদ একটি আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে। সিইও পদে আপাতত দায়িত্ব নিয়েছেন সহ-প্রতিষ্ঠাতা ও চিফ প্রোডাক্ট অফিসার পিট ডিজয়। অ্যান্ডি বাইরন ২০২৩ সালের জুলাই থেকে সিইও পদে দায়িত্ব পালন করছেন। অপরদিকে, ক্রিস্টিন ক্যাবট প্রতিষ্ঠানটিতে যোগ দিয়েছেন একই বছরের নভেম্বরে। যদিও ভিডিওতে থাকা এই দুই ব্যক্তি আনুষ্ঠানিকভাবে নিজেদের পরিচয় প্রকাশ করেননি, প্রতিষ্ঠানটি জানায়, ভিডিওতে অন্য কোনো কর্মী ছিলেন না। ব্যান্ডের প্রধান গায়ক ক্রিস মার্টিন মঞ্চ থেকেই এই দৃশ্য দেখে রসিকতা করেন, ওদের দেখুন... হয় এরা পরকীয়া করছে, না হয় খুবই লাজুক! তার এই মন্তব্যও ভিডিওটিকে আলোচনার কেন্দ্রে নিয়ে আসে। ঘটনার পর বাইরনের পক্ষ থেকে কোনো ব্যক্তিগত বিবৃতি পাওয়া যায়নি। প্রতিষ্ঠানটি সতর্ক করে বলেছে, তার নামে ছড়ানো ভুয়া বিবৃতিগুলো বিশ্বাসযোগ্য নয়। সূত্র : বিবিসি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম