ঢাকা ২১ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
ডাকসুর তফসিল ২৯ জুলাই, সেপ্টেম্বরের ২য় সপ্তাহে নির্বাচন দুর্গাপুরে বসতঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি নিয়ে বিশেষ নির্দেশনা মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ৩৯ আসামি ট্রাইব্যুনালে সেনাসদর নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা উচ্চকক্ষ নিয়ে আগামী ৩ দিনের মধ্যে একটা সিদ্ধান্ত হবে: আলী রীয়াজ ঘৃণার জবাবে ভালোবাসার বার্তা দিলেন অভিনেত্রী বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ শুরু আজ ঢাকায় বৃষ্টির আভাস, কমবে গরম ভয় জাগাচ্ছে গ্রামের ডেঙ্গু

এবার ‘পাঠান’ নিয়ে দিল্লি হাইকোর্টের নতুন নির্দেশনা

#

বিনোদন ডেস্ক

১৭ জানুয়ারি, ২০২৩,  10:39 AM

news image

গত সপ্তাহে ‘পাঠান’-এর ট্রেলার মুক্তির পর, এবার নতুন নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট। ছবির আরও বেশ কিছু অংশ বদল করতে বলা হল প্রযোজনা সংস্থা ‘যশরাজ ফিল্মস’কে। কী কী বদল আসতে চলেছে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন অভিনীত এই ছবিতে? নতুন নির্দেশিকা অনুযায়ী, ছবিতে সাবটাইটেল যোগ করতে বলা হয়েছে। দৃষ্টিশক্তিহীন দর্শকদের জন্য হিন্দিতে অডিও বিবৃতি রাখাও জরুরি বলে নির্দেশ দিয়েছে আদালত। সেই সমস্ত বদল করে আবার সেন্সর বোর্ডে জমা দিতে হবে ‘পাঠান’। তবে মুক্তি আগামী ২৫ জানুয়ারিতেই। এদিন হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় প্রেক্ষাগৃহে আসবে ‘পাঠান’। তার আগেই কি বদলগুলো করে ফেলতে হবে? আদালতের নির্দেশে অবশ্য সময়সীমা দেওয়া রয়েছে ফেব্রুয়ারির ২০ তারিখ পর্যন্ত। তারপর সেন্সর বোর্ডের সিদ্ধান্তের জন্য বরাদ্দ ১০ মার্চ পর্যন্ত। তার মধ্যেই ‘পাঠান’-এর পরিমার্জিত সংস্করণ আনতে হবে। যদিও, আগামী ২৫ তারিখ প্রেক্ষাগৃহে ছবিমুক্তির ক্ষেত্রে নতুন কোনও নির্দেশিকা জারি হয়নি। সবটাই ওটিটি-মুক্তির জন্য। নির্দেশিকা বলছে, আগামী এপ্রিলেই অ্যামাজন প্রাইম ভিডিওতে চলে আসবে ‘পাঠান’। তার মধ্যে সাবটাইটেল সংযোজন এবং অডিওর কাজ সেরে ফেলতে হবে নির্মাতাদের। ‘পাঠান’-এর প্রথম গান ‘বেশরম রং’ মুক্তি পাওয়ার পর পরই বিতর্কের সূত্রপাত। দীপিকার বিকিনির রং গেরুয়া কেন, তা নিয়েই নিন্দার ঝড় তোলেন একাংশ। জড়িয়ে যায় রাজনৈতিক অনুষঙ্গ। তার পরই ‘অশ্লীলতা’র দায়ে অভিযুক্ত হয় পরিচালক সিদ্ধার্থ আনন্দের এই কাজ। কিছু দিন আগেই সেন্সর বোর্ডের হাতে ‘পাঠান’-এর একাধিক দৃশ্যে কাঁচি চলেছে । গানের কথায় বদল এসেছে। যদিও বাদ পড়েনি দীপিকার বিকিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম