ঢাকা ১৯ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
দেশে নতুন করে কোনো গডফাদারের আবির্ভাব হতে দেব না : নাহিদ ইসলাম বিলম্ব না করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন, অন্তর্বর্তী সরকারকে ফখরুল জামায়াতের মূল পর্বের সমাবেশ শুরু মানবাধিকার সুরক্ষায় বাংলাদেশে কাজ করবে ওএইচসিএইচআর মিশন প্রয়োজনে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা 'প্রধান উপদেষ্টা যেদিন বলেছেন, সেদিনই নির্বাচন হবে' : প্রেস সচিব ভরা মৌসুমেও ইলিশের দাম নাগালের বাইরে মানবিক ও ভালো মানুষ না হলে দেশের উন্নতি সম্ভব না: সেনাপ্রধান গোপালগঞ্জে কারফিউ ১৪ ঘণ্টা শিথিল জামায়াতের সমাবেশকে ঘিরে ১৩ হাজার আইনশৃঙ্খলা বাহিনী

এখনও অঙ্কিতার ফ্ল্যাটেই ‘ঘরজামাই’ ভিকি!

#

বিনোদন ডেস্ক

২১ মার্চ, ২০২২,  2:17 PM

news image

গত জানুয়ারিতে বিয়ে করেন অঙ্কিতা লোখান্ডে আর ভিকি জৈন। কেমন চলছে তাদের নতুন সংসার? প্রশ্ন করতেই জানা গেল বিয়ের পর নতুন বাড়িতেই পা রাখা হয়নি এই জুটির! কারণ সেখানে চলছে রেনোভেশনের কাজ। তাই এখনও ‘গুছিয়ে সংসার’ শুরু করতে পারেননি অঙ্কিতা। ইটাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ভিকি জানান, করোনা মহামারীর জন্য তারা যে ফ্ল্যাটটি কিনেছেন মুম্বাইতে সেটার রেনোভেশনের কাজ ব্যাহত হয়েছে। বারবার পিছিয়ে গিয়েছে। এখনও তা তৈরি বসবাসের জন্য তৈরি নয়। তাহলে এখন ভিকি আর অঙ্কিতা থাকছেন কোথায়? ভিকির কথায়, “তিনি এখন ঘর জামাই। অঙ্কিতার ফ্ল্যাটেই তার বাস। এর আগেও কাজের জন্য যখন মুম্বাই আসতেন এই ফ্ল্যাটেই উঠতেন। ভিকি বলেন, “আমায় অঙ্কিতার সাথে থেকে কেমন লাগছে, তা না জিজ্ঞাসা করে বরং ওকে প্রশ্ন করুন- আমার সাথে রুম শেয়ার করে ওর কেমন লাগছে! আমি তো এখন ঘরজামাই।” অঙ্কিতা জানান, বিবাহিত জুটি হিসেবে তাদের পথচলা তখনই শুরু হবে যখন তারা নিজেদের নতুন বাড়িতে পা রাখবেন। অঙ্কিতার বিশ্বাস তিনি খুব ভালো হাউজ ওয়াইফ হতে পারবেন। তাহলে কি ক্যারিয়ারের ইতি টানছেন এখানেই? অঙ্কিতার কথায়, “আমি ক্যারিয়ার ওরিয়েন্টেড না হলে কোনওদিন ইন্দোর থেকে মুম্বাই আসতাম না সবকিছু ছেড়ে। কাজ করতে আমার ভালো লাগে। সাথে আমি নিজের পরিবারও চাই। আমার জীবনের সবকিছু ভিকির সাথে ভাগ করে নিতে আমার অন্তত কোনও সমস্যা নেই। আমার একসময় মনে হত জীবনে এবার একটা কাউকে দরকার, ঠিক সেই সময় ভিকিকে পেয়েছি। ঠিক সময়ে আমরা বিয়ে করেছি। আমি অন্তত আমার জীবন নিয়ে খুব খুশি।” সূত্র: হিন্দুস্তান টাইমস

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম