
আন্তর্জাতিক ডেস্ক
২৫ ডিসেম্বর, ২০২৪, 10:55 AM

উত্তেজনা বাড়িয়ে ইউক্রেনকে আরও অস্ত্র দিচ্ছে জার্মানি
রাশিয়াকে দমাতে ইউক্রেনকে আরও অস্ত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জার্মানি। সোমবার নতুন অস্ত্র প্যাকেজ ঘোষণা করেছে দেশটি। জার্মানির ঘোষণা অনুযায়ী, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে রক্ষায় বিদ্যমান সহায়তা বাড়াচ্ছে তারা। নতুন অস্ত্র প্যাকেজটি আগের চালানের সঙ্গে সংযোজিত হবে। এবার পেতে যাওয়া অস্ত্রের মধ্যে রয়েছে-১৫টি লিওপার্ড-১-এ-৫ ট্যাংক, দুটি গেপার্ড অ্যান্টি-এয়ারক্রাফ্ট ট্যাংক, একটি স্বচালিত হাউইটজার, দুটি আইরিস-টি অ্যান্টি-এয়ারক্রাফ্ট সিস্টেম এবং দুটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা। এসব অস্ত্র ইউক্রেনকে যুদ্ধক্ষেত্রে বিশেষ সুবিধা দেবে বলে আশা করা হচ্ছে। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া সম্প্রতি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে। প্রায় প্রতিদিন শহরগুলোতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র আঘাত হানছে। এ পরিস্থিতিতে জার্মান বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কিয়েভের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বার্লিনের তথ্য মতে, ২০২৩ সালেই অতিরিক্ত আইরিস-টি সিস্টেম সরবরাহের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এ প্রতিশ্রুতিও বাস্তবায়ন করা হবে। এখন জার্মানি ইউক্রেনকে গেপার্ড অ্যান্টি-এয়ারক্রাফট ট্যাংকগুলোর জন্য অতিরিক্ত ৬৫ হাজার রাউন্ড অ্যান্টি-এয়ারক্রাফট ট্যাংক গোলাবারুদ এবং অন্যান্য অস্ত্রের অতিরিক্ত গোলাবারুদ সরবরাহ করছে। এ ছাড়া জার্মানি আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রও সরবরাহ করবে। যা যুদ্ধবিমানকে আকাশেই লক্ষ্যবস্তুতে পরিণত করে আক্রমণ করতে সক্ষম। এ ধরনের আক্রমণ পরিচালনা করা গেলে খুব সহজে শত্রু বিমান ধ্বংস করা সম্ভব। সূত্র: আনাদোলু এজেন্সি।