ঢাকা ২৭ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
বাঁধ ভেঙে হাতিয়ার নিম্নাঞ্চল প্লাবিত, জনজীবন বিপর্যস্ত যুক্তরাষ্ট্র থেকে ২৫ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ ভারতের মন্দিরে পদদলিত হয়ে নিহত ৬ ডেমরায় হেলে পড়ল বহুতল ভবন ড. ইউনূসের নামে মানহানি মামলার কার্যক্রম বাতিলের রায় বহাল দাবি আদায়ে ৭২ ঘণ্টা পরিবহন বন্ধের হুঁশিয়ারি মালিকদের কাল যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বাণিজ্য উপদেষ্টা গণপূর্ত অধিদপ্তরের কাজের গতি বাড়াতে যেসব নির্দেশনা দিলো মন্ত্রণালয় নোয়াখালীতে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু বগুড়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত ২

ইসরায়েলে ট্রাক হামলায় একজন নিহত, আহত ৪০

#

আন্তর্জাতিক ডেস্ক

২৮ অক্টোবর, ২০২৪,  11:03 AM

news image

ইসরায়েলের রাজধানী তেল আবিবের একটি বাণিজ্যিক এলাকায় বাস স্টেশনে ট্রাক হামলায় একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৪০ জন। তাদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। তবে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল একজন নিহত ও ৩২ জন আহত হওয়ার খবর দিয়েছে।  রবিবার গিলট ইসরায়েলি সামরিক ঘাঁটির কাছে একটি বাস স্টেশনে এই ঘটনা ঘটে। উদ্ধার কর্মীরা জানিয়েছে, ট্রাকের নিচে কয়েকজন চাপা পড়েছেন। পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ট্রাক নিয়ে একজন চালক বাস স্টেশনে হামলা চালায়। পরে আহতদের উদ্ধারে হেলিকপ্টার আনা হয়। পুলিশ তাৎক্ষণিকভাবে এ হামলার বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। দ্য মেগান ডেভিড আদম জরুরি সেবা এক বিবৃতিতে জানিয়েছে, রবিবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে ওই বাস স্টেশনে ট্রাক নিয়ে হামলা চালানো হয়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।  পুলিশের উদ্ধৃতি দিয়ে জেরুজালেম পোস্ট জানিয়েছে, ঘটনাস্থলে থাকা বেসামরিক লোকজন ওই ট্রাক চালককে থামাতে গুলি করে হত্যা করে। হামলার পর একটি বিবৃতি দিয়েছে ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। এতে বলা হয়েছে, মোসাদের সদরদফতরের সামনে ভয়াবহ হামলা চালানো হয়েছে। ফিলিস্তিনের বিরুদ্ধে ইহুদিবাদী গোষ্ঠী যে ধরনের অপরাধ করে যাচ্ছে তার বিরুদ্ধে এটি একটি মোক্ষম জবাব।  বিবৃতিতে বাস স্টেশনে ট্রাক হামলার দায় নেয়নি হামাস। সূত্র: আল-জাজিরা, টাইমস অব ইসরায়েল

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম