ঢাকা ২০ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
খুলনায় বিষক্রিয়ায় ৫ জনের মৃত্যু র‌্যাবের পৃথক অভিযানে পিস্তল মদ ইয়াবা এ্যাম্পুল উদ্ধার গ্রেফতার-১ দেশে নতুন করে কোনো গডফাদারের আবির্ভাব হতে দেব না : নাহিদ ইসলাম বিলম্ব না করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন, অন্তর্বর্তী সরকারকে ফখরুল জামায়াতের মূল পর্বের সমাবেশ শুরু মানবাধিকার সুরক্ষায় বাংলাদেশে কাজ করবে ওএইচসিএইচআর মিশন প্রয়োজনে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা 'প্রধান উপদেষ্টা যেদিন বলেছেন, সেদিনই নির্বাচন হবে' : প্রেস সচিব ভরা মৌসুমেও ইলিশের দাম নাগালের বাইরে মানবিক ও ভালো মানুষ না হলে দেশের উন্নতি সম্ভব না: সেনাপ্রধান

ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনি আলোকচিত্রীর প্রতি সম্মান জানাচ্ছে কান

#

আন্তর্জাতিক ডেস্ক

২৪ এপ্রিল, ২০২৫,  10:44 AM

news image

বুধবার কান চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, গত সপ্তাহে ইসরায়েলি বিমান হামলায় নিহত গাজার আলোকচিত্রী ফাতিমা হাসোনার প্রতি সম্মান জানাবে তারা। তার ওপর নির্মিত তথ্যচিত্রটি প্রদর্শিত হবে কানে। ইরানি পরিচালক সেপিদেহ ফার্সি রচিত ‌‘পুট ইওর সোল অন ইওর হ্যান্ড অ্যান্ড ওয়াক’ তথ্যচিত্রটি ১৩-২৪ মে পর্যন্ত উৎসবের মূল প্রতিযোগিতার সমান্তরালে এসিআইডি কানে প্রদর্শিত হবে। তথ্যচিত্রটিতে ফার্সি এবং ২৫ বছর বয়সী ফিলিস্তিনি আলোকচিত্রী হাসোনার মধ্যে কথোপকথন ধারণ করা হয়েছে। যেখানে তিনি গাজার ওপর ইসরায়েলি দখলদারিত্বের ধ্বংসাত্মক প্রভাব চিত্রায়ন করেছিলেন। সিনেমাটি কানে প্রদর্শনের জন্য নির্বাচিত হওয়ার ঘোষণার ঠিক একদিন পরের দিনই গাজায় তাদের পারিবারিক বাড়িতে বোমা হামলায় হাসোনা তার ১০ জন আত্মীয়ের সাথে শহীদ হন। এএফপিকে দেওয়া এক বিবৃতিতে কান কর্তৃপক্ষ বলেছে, কান চলচ্চিত্র উৎসব এই ট্র্যাজেডিতে তার ভয়াবহতা এবং গভীর শোক প্রকাশ করতে চায়। যা সমগ্র বিশ্বকে নাড়িয়ে দিয়েছে, হতবাক করেছে।" কান বলেছে, এমন একটি ট্র্যাজেডির সামনে এই ঘটনা যদিও ছোট তবুও ১৫ মের প্রদর্শনী হাসোনার স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি হিসেবে কাজ করবে। তিনিও অনেকের মতো যুদ্ধের একজন ভুক্তভোগী। মৃত্যুর আগে, হাসোনা সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, যদি আমি মারা যাই, আমি একটি উচ্চস্বরে মৃত্যু চাই। আমি কেবল ব্রেকিং নিউজ বা একটি দলের একজন সংখ্যা হতে চাই না।

সূত্র: আল মায়াদিন

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম