ঢাকা ১৯ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
দেশে নতুন করে কোনো গডফাদারের আবির্ভাব হতে দেব না : নাহিদ ইসলাম বিলম্ব না করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন, অন্তর্বর্তী সরকারকে ফখরুল জামায়াতের মূল পর্বের সমাবেশ শুরু মানবাধিকার সুরক্ষায় বাংলাদেশে কাজ করবে ওএইচসিএইচআর মিশন প্রয়োজনে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা 'প্রধান উপদেষ্টা যেদিন বলেছেন, সেদিনই নির্বাচন হবে' : প্রেস সচিব ভরা মৌসুমেও ইলিশের দাম নাগালের বাইরে মানবিক ও ভালো মানুষ না হলে দেশের উন্নতি সম্ভব না: সেনাপ্রধান গোপালগঞ্জে কারফিউ ১৪ ঘণ্টা শিথিল জামায়াতের সমাবেশকে ঘিরে ১৩ হাজার আইনশৃঙ্খলা বাহিনী

ইরানের বন্দরে ‘ভয়াবহ’ বিস্ফোরণে নিহত ১৪, আহত ৭৫০

#

আন্তর্জাতিক ডেস্ক

২৭ এপ্রিল, ২০২৫,  10:47 AM

news image

ইরানের একটি প্রধান বন্দর এলাকায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত ও ৭৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। রবিবার (২৭ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি, বার্তা সংস্থা এপি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, শনিবার সকালে দক্ষিণ ইরানের বান্দার আব্বাস শহরের কাছে অবস্থিত দেশের বৃহত্তম বাণিজ্যিক বন্দর, শাহিদ রাজাই-তে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের অভিঘাতে পার্শ্ববর্তী ভবনের জানালা ও ছাদ উড়ে যায়, বহু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিস্ফোরণের কম্পন ৫০ কিলোমিটার (৩১ মাইল) দূর থেকেও অনুভূত হয়েছে। বিবিসি যাচাই করা ভিডিও ফুটেজে দেখা গেছে, আগুন ধীরে ধীরে বাড়তে বাড়তে এক পর্যায়ে ভয়াবহ বিস্ফোরণের সৃষ্টি করে। এরপর আতঙ্কিত মানুষ ছুটোছুটি করতে থাকে, আর রাস্তায় পড়ে থাকা আহতদের চারপাশে ছড়িয়ে থাকে ধোঁয়া আর ধ্বংসাবশেষ। একজন প্রত্যক্ষদর্শী রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, "গোটা গুদামঘর ধোঁয়া, ধুলা আর ছাইয়ে ভরে গিয়েছিল। আমি ঠিক মনে করতে পারছি না—আমি নিজে টেবিলের নিচে আশ্রয় নিয়েছিলাম, নাকি বিস্ফোরণের অভিঘাতে ছিটকে সেখানে পড়েছিলাম।" ঘটনাস্থলের আকাশপথের চিত্রে দেখা গেছে, অন্তত তিনটি স্থানে আগুন জ্বলছে। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেছেন, আগুন এক কনটেইনার থেকে আরেকটিতে ছড়িয়ে পড়ছে। নিরাপত্তার স্বার্থে বন্দরের আশেপাশের সব স্কুল ও অফিস রোববার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একটি বেসরকারি সামুদ্রিক নিরাপত্তা সংস্থা, অ্যাম্ব্রে ইন্টেলিজেন্স, জানিয়েছে, বিস্ফোরণে আক্রান্ত কনটেইনারগুলোতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের জন্য ব্যবহৃত কঠিন জ্বালানি রাখা ছিল বলে তারা ধারণা করছে। সংস্থাটি আরও জানায়, মার্চ ২০২৫ সালে একটি ইরানি পতাকাবাহী জাহাজ শাহিদ রাজাই বন্দরে সোডিয়াম পারক্লোরেট রকেট ফুয়েল নামিয়ে ছিল ফাইন্যান্সিয়াল টাইমস-এর এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, চীন থেকে ইরানে দুটি জাহাজে করে এই ধরনের জ্বালানি সরবরাহ করা হয়েছিল। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, একটি অগ্নিকাণ্ডের সূত্র ধরে দাহ্য পদার্থভর্তি খোলা কনটেইনারে আগুন ছড়িয়ে পড়ে, যার ফলে এই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। কাস্টমস কর্তৃপক্ষ পরে এক বিবৃতিতে জানিয়েছে, বিপজ্জনক রাসায়নিক ও ঝুঁকিপূর্ণ পদার্থ সংরক্ষণের স্থানে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এদিকে, অ্যাম্ব্রে ইন্টেলিজেন্স জানিয়েছে, ইরানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এর আগেই শাহিদ রাজাই বন্দর কর্তৃপক্ষকে রাসায়নিক নিরাপত্তা সংক্রান্ত সতর্কবার্তা দিয়েছিল। সূত্র: বিবিসি, এপি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম