ঢাকা ২০ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
ডাকসুর তফসিল ২৯ জুলাই, সেপ্টেম্বরের ২য় সপ্তাহে নির্বাচন দুর্গাপুরে বসতঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি নিয়ে বিশেষ নির্দেশনা মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ৩৯ আসামি ট্রাইব্যুনালে সেনাসদর নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা উচ্চকক্ষ নিয়ে আগামী ৩ দিনের মধ্যে একটা সিদ্ধান্ত হবে: আলী রীয়াজ ঘৃণার জবাবে ভালোবাসার বার্তা দিলেন অভিনেত্রী বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ শুরু আজ ঢাকায় বৃষ্টির আভাস, কমবে গরম ভয় জাগাচ্ছে গ্রামের ডেঙ্গু

আলিয়ার এখন ব্যাংক ব্যালান্স কত

#

বিনোদন ডেস্ক

২৩ আগস্ট, ২০২২,  10:25 AM

news image

দেশের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের মধ্যে অন্যতম আলিয়া ভাট। ২০১২ সাল। ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ দিয়ে অভিনয়ে পা রাখেন প্রযোজক মহেশ ভাটের কন্যা। তারপর সাফল্যের সিঁড়ি বেয়ে দ্রুত উপরে উঠে যান, আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। গত কয়েক বছরে ‘হাইওয়ে’, ‘রাজি’, ‘গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’, ‘ডার্লিংস’, ‘কাপুর অ্যান্ড সন্স’-সহ বেশ কয়েকটি সফল ছবি ও সিরিজ উপহার দিয়েছেন তিনি।

কিন্তু এত কিছুর পরও আলিয়া জানেন না, তার বার্ষিক রোজগার কত! সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন কথা বলে চমকে দিয়েছেন এই অভিনেত্রী। তিনি জানান, প্রথম ছবি ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর জন্য ১৫ লাখ টাকা পারিশ্রমিক পেয়েছিলেন। সেই চেক মা সোনি রাজদানের হাতে তুলে দিয়ে আলিয়া বলেছিলেন, “এই সব তুমিই সামলাও।” মেয়ের অনুরোধে সেই দায়িত্ব নিয়েছিলেন সোনি। আলিয়া জানান, এখনও তিনি তার অ্যাকাউন্ট নিজে চালান না। অনেক দিন মা এসব দেখতেন। এখন কর্মচারী আছেন। এরপরই আলিয়া বলেন, “সত্যিই জানি না, আমার ব্যাংক ব্যালান্স কত। টাকা-পয়সার হিসাব আমি কোনও দিন রাখিনি। সামলাতে পারি না এসব।”

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম