ঢাকা ২১ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
সরকারি চাকরিতে জুলাই যোদ্ধাদের জন্য কোটা থাকছে না: মুক্তিযুদ্ধ উপদেষ্টা বিশ্ববাজারে আরেক দফায় বাড়তে পারে স্বর্ণের দর, নেপথ্যে যে কারণ ইন্দোনেশিয়ায় ফেরিতে আগুন, নিহত ৫ সব দেনা শোধ করেছে সরকার, সারের ঘাটতি হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা কমিশন কোনো সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দিতে চায় না: ড. আলী রীয়াজ ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিজিবি-ইউপিডিএফ গোলাগুলি; অস্ত্র ও গুলি উদ্ধার যেখানেই মব দেখবেন সেখানেই উচিত শিক্ষা দেবেন: ইশরাক উজানের ঢলে বাড়ছে তিস্তার পানি, বন্যার আশঙ্কা নির্বাচনে বড় ধাক্কা খেলেও পদত্যাগে অনড় জাপানের প্রধানমন্ত্রী

আপাতত হচ্ছে না শাকিবের 'শের খান'

#

বিনোদন প্রতিবেদক

১১ মার্চ, ২০২৩,  2:56 PM

news image

গত দেড়-দুই বছরের মধ্যে শাকিব খানকে নিয়ে বেশ কয়েকটি নতুন সিনেমার ঘোষণা এসেছে। এর মধ্যে রয়েছে- ‘রাজকুমার’, ‘প্রিয়তমা’, ‘কবি’ ও ‘প্রেমিক’। কিন্তু সেই একটি সিনেমাও শুটিং ফ্লোর পর্যন্ত এখনও গড়ায়নি। এবার সেই তালিকায় যুক্ত হলো আরেকটি সিনেমা ‘শের খান’। গত বছরের নভেম্বরে শাকিব খানকে নিয়ে এই সিনেমার ঘোষণা দিয়েছিলেন ‘মিশন এক্সটিম’ খ্যাত পরিচালক সানী সানোয়ার। নায়ক-পরিচালক চুক্তিও স্বাক্ষর করেছিলেন ওই সময়। সেসময় পরিচালক জানিয়েছিলেন ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকেই ‘শের খান’-এর শুটিং শুরু হবে। পরে জানা যায়, সেটি পরিবর্তন হয়েছে, মার্চে শুটিং হবে।

কিন্তু না, সেটাও হচ্ছে বলেই খবর।  সংবাদমাধ্যমকে একটি সূত্র জানিয়েছে, নানা কারণে ‘শের খান’-এর শুটিং মার্চে করা সম্ভব হচ্ছে না। তবে কবে শুরু হবে সে বিষয়েও চূড়ান্ত তারিখ জানা নেই কারো। তবে সিনেমাটির প্রযোজনা সংস্থা কপ ক্রিয়েশন বলছে, আপাতত হচ্ছে না ‘শের খান’। চলতি বছরের শেষ দিকে সিনেমাটির শুট শুরু হওয়ার সম্ভবনা আছে। তবে ঠিক কী কারণে এখন সিনেমাটি হচ্ছে না সে প্রসঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠানটি সুনির্দিষ্ট তথ্য জানায় নি। ‘শের খান’ পরিচালনার পাশাপাশি গল্প, চিত্রনাট্য এবং সংলাপ করছেন সানী সানোয়ার নিজেই। মুক্তির পরিকল্পনা ছিল ২০২৩ সালের যেকোনো উৎসবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম