ঢাকা ২০ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
খুলনায় বিষক্রিয়ায় ৫ জনের মৃত্যু র‌্যাবের পৃথক অভিযানে পিস্তল মদ ইয়াবা এ্যাম্পুল উদ্ধার গ্রেফতার-১ দেশে নতুন করে কোনো গডফাদারের আবির্ভাব হতে দেব না : নাহিদ ইসলাম বিলম্ব না করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন, অন্তর্বর্তী সরকারকে ফখরুল জামায়াতের মূল পর্বের সমাবেশ শুরু মানবাধিকার সুরক্ষায় বাংলাদেশে কাজ করবে ওএইচসিএইচআর মিশন প্রয়োজনে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা 'প্রধান উপদেষ্টা যেদিন বলেছেন, সেদিনই নির্বাচন হবে' : প্রেস সচিব ভরা মৌসুমেও ইলিশের দাম নাগালের বাইরে মানবিক ও ভালো মানুষ না হলে দেশের উন্নতি সম্ভব না: সেনাপ্রধান

অস্ত্র ত্যাগ করবে না হিজবুল্লাহ, ইসরায়েলকে হুঁশিয়ারি দিলেন নাঈম কাশেম

#

আন্তর্জাতিক ডেস্ক

২০ এপ্রিল, ২০২৫,  11:10 AM

news image

লেবাননের দক্ষিণাঞ্চলে যতদিন ইসরায়েলি সেনাদের উপস্থিতি থাকবে, ততদিন হিজবুল্লাহ অস্ত্র ত্যাগ করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সশস্ত্র গোষ্ঠীটির প্রধান নাঈম কাশেম। সমর্থকদের উদ্দেশ্যে দেয়া এক ভিডিওবার্তায় এ কথা বলেন তিনি। শুক্রবার সমর্থকদের উদ্দেশ্যে টেলিভিশনে প্রচারিত এক ভিডিওবার্তায় তিনি বলেন, চাপের মুখে নতি স্বীকার করবে না হিজবুল্লাহ। যতদিন লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনাদের উপস্থিতি থাকবে, ততদিন অস্ত্র ত্যাগ করবে না তার বাহিনী। কারণ, তাদের মাতৃভূমিতে শত্রুর উপস্থিতি থাকাকালীন অস্ত্র ত্যাগ করলে তা আলোচনা নয়, আত্মসমর্পণ বলে গণ্য হবে। তিনি বলেন, আমরা আমাদের প্রতিরোধ ব্যবস্থায় কোনো ফাটল ধরতে দেবো না। এই অস্ত্র আমাদের প্রতিরোধ ব্যবস্থার মেরুদণ্ড। এই অস্ত্রই আমাদের দেশের মানুষকে জীবন আর স্বাধীনতা দিয়েছে। আমাদের মাতৃভূমির সার্বভৌমত্ব রক্ষা করেছে। জোরপূর্বক নিরস্ত্র করার চেষ্টা চালানো হলে শত্রুকে পাল্টা আঘাত করতেও পিছপা হবে না বলেও মন্তব্য করেন তিনি। নাঈম কাশেম বলেন, আমাদের নিরস্ত্র করতে যারা হামলা চালাবে, তাদেরকে তাদের ভাষাতেই উপযুক্ত জবাব দেয়া হবে। সে যেই হোক। ইসরায়েল, যুক্তরাষ্ট্র বা তাদের কোনো বন্ধু। এসময় হিজবুল্লাহ প্রধান বলেন, নভেম্বরে হওয়া যুদ্ধবিরতি চুক্তি তারা অক্ষরে অক্ষরে পালন করলেও, ইসরায়েল বারবার তার অবমাননা করেছে। এমনকি, চুক্তিতে নির্দিষ্টভাবে লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের কথা বলা হলেও, এখনও সেখানে বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে নেতানিয়াহুর সেনারা। সূত্র : তেহরান টাইমস।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম